নিজস্ব প্রতিবেদন: কর্ণাটক বিধানসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। এই যোজনায় কিস্তুতে দেওয়া হয় রান্নার গ্যাসের সংযোগ। সেই কিস্তিতে আপাতত ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিল তেলবিপণন সংস্থাগুলি। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

উজ্জ্বলা যোজনায় আগামী ৬ মাস ঋণের কিস্তি নেওয়া হবে না বলে সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রায়ত্ত তেলবিপণন সংস্থাগুলি। সুতরাং আগামী ৬ মাস আর ঋণের টাকা মেটাতে হবে না গ্রাহকদের। এই সিদ্ধান্তের নেপথ্যে কর্ণাটক বিধানসভার নির্বাচন রয়েছে বলে মত অনেকের। সে রাজ্যে গত ফেব্রুয়ারি বিনামূল্যে রান্নার গ্যাস বণ্টনের প্রকল্প শুরু করেছে সিদ্দারামাইয়া সরকার। 


উজ্জ্বলা যোজনায় বাজার দরে সিলিন্ডার কিনতে হচ্ছে উপভোক্তা। ঋণ শোধের পর ভর্তুকিযুক্ত সিলিন্ডার পাবেন তাঁরা। অতিরিক্ত খরচ কিস্তি হিসেবে নেওয়া হচ্ছে। সরকারি পরিসংখ্যান বলছে, উজ্জ্বলা যোজনায় ঋণের সুবিধা নিয়েছেন ৭০ শতাংশ উপভোক্তা।


আরও পড়ুন- রাজ্যসভায় আরও শক্তি বাড়ল বিজেপির


ইন্ডিয়ান অয়েল বিবৃতি দিয়ে জানিয়েছে, বাজার দরে সিলিন্ডার কিনতে সমস্যায় পড়ছেন বহু মানুষ। পরিচ্ছন্ন জ্বালানির ব্যবহারের লক্ষ্যে তা বাধা হয়ে দাঁড়াচ্ছে।   


আরও পড়ুন- বাম থেকে রাম হতেই ত্রিপুরা বিধানসভায় প্রথমবার 'জনগণমন'