ওয়েব ডেস্ক: উত্তর-পূর্বের চকমা ও হজং উপজাতিকে ভারতীয় নাগরিকত্ব দিতে চলেছে কেন্দ্রীয় সরকার। বুধবার অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী প্রেমা খান্ডুকে এই সংক্রান্ত নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। তবে তাঁদের উপজাতির স্বীকৃতি দেওয়া হবে না বলে সূত্রের খবর। মিলবে না স্বতন্ত্র জনজাতির স্বীকৃতিও।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন - পেট্রোলের মূল্য বৃদ্ধি নিয়ে কেন্দ্রকে তোপ সীতারামের


কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেন রিজিজু জানিয়েছেন, ‘সুপ্রিম কোর্টের নির্দেশকে সম্মান জানাতে হবে। ১৯৬৪ সাল থেকে অরুণাচল প্রদেশে বাস করছেন চকমারা। তবে তাঁদের তফশিলি উপজাতিভুক্ত করা হবে না।’


বর্তমান বাংলাদেশের পার্বত্য চট্টোগ্রাম জেলার বাসিন্দা ছিলেন চকমা ও হজংরা। চকমারা বৌদ্ধধর্মে ও হজংরা হিন্দু ধর্মে বিশ্বাস করেন। পূর্বতন পূর্ব পাকিস্তানে কাপতাই বাঁধের জলে ডুবে যায় তাদের বসতি। বেশ কিছু জায়গায় ধর্মীয় কারণেও আক্রান্ত হয়ে মূল বসতি ছাড়তে হয় তাদের।