COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

নিজস্ব প্রতিবেদন: অনুত্‍পাদক সম্পদের ভারে ধুঁকতে থাকা রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির হাল ফেরাতে ২ লক্ষ ১১ হাজার কোটি টাকা দেবে সরকার। কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি আজ মন্ত্রিসভার এই সিদ্ধান্তের কথা 
জানিয়েছেন। কাজের সুযোগ তৈরি না হচ্ছে না, এই দাবি করে রোজ আচ্ছে দিন-এর স্লোগানকে কটাক্ষ করছে বিরোধীরা। এই পরিস্থিতিতে মঙ্গলবার অর্থ মন্ত্রকের সচিবদের নিয়ে দেড় ঘণ্টা সাংবাদিক বৈঠক করেন জেটলি। অডিও-ভিস্যুয়াল প্রেজেন্টেশনে বোঝানোর চেষ্টা হয়, অর্থনীতি যথেষ্ট ভাল জায়গায় রয়েছে। কর্মসংস্থান তৈরিতে ধার দেওয়ার ক্ষমতা বাড়াতে, ব্যাঙ্কের হাতে পুঁজির যোগান বৃদ্ধির কথা বলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।


আরও পড়ুন - ডেঙ্গি নিয়ে কোনও তথ্য লুকাচ্ছে না রাজ্য সরকার, দাবি নবান্নের


একই সঙ্গে, ভারতমালা প্রকল্পের আওতায় সড়ক নির্মাণে ৫ বছরে ৭ লক্ষ কোটি টাকা খরচের ঘোষণাও করেছে কেন্দ্রীয় সরকার। সরকারি খরচ বাড়লে কাজের সুযোগও বাড়বে বলে আশা প্রকাশ করেন অরুণ জেটলি।