নিজস্ব প্রতিবেদন: করোনার দ্বিতীয় ঢেউয়ে কাবু গোটা দেশ। কিন্তু তা সত্ত্বেও লকডাউনের পথে হাঁটবে না ভারত। স্পষ্ট করে জানিয়ে দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতীরামন। তাঁর কথায়, সরকার বড়সড় লকডাউনের সিদ্ধান্ত নেবে না। তবে করোনা বিধিতে আনা হবে বদল। করা হবে বেশ কিছু কড়া পদক্ষেপ। জোর দেওয়া হবে কনটেনমেন্টের ওপর। কিন্তু আর সম্পূর্ণ লকডাউন নয়। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বিশ্ব ব্যাঙ্ক  গ্রুপের প্রেসিডেন্ট ডেভিড মালপাসের সঙ্গে  সীতারামনের ভার্চুয়াল বৈঠকে যোগান বৃদ্ধির জন্য ভারতকে দেওয়া ঋণপ্রদানের পরিধি বাড়ানোর আলোচনা করে হয়েছে।  
অর্থমন্ত্রক থেকে এক টুইট করে জানানো হয়েছে, করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ রুখতে কেন্দ্র যে যে পদক্ষেপ করতে চলেছে তার মধ্যে  রয়েছ টেস্ট-ট্র্যাক-ট্রিট-ভ্যাকসিনেসন এবং কোভিড-১৯ সংক্রান্ত বিধি পালন।


আরও পড়ুন: মহারাষ্ট্রে জারি ১৫ দিনের কার্ফু, মিলবে শুধু অত্যাবশকীয় পণ্য


সীতারমন জানিয়েছেন, লকডাউন জারি করলে অর্থনীতি পুরোপুরি থমকে যায়। সেই শোচনীয় অবস্থা আমরা চাই না। আক্রান্তদের নিয়ে অবস্যই ভাবা হবে, ব্যবস্থা নেওয়া হবে। প্রসঙ্গত, এই বৈঠকে ডেভিড মালপাস করোনার দ্বিতীয় ঢেউয়ে দারিদ্র্য দূরীকরণ ও সামগ্রিক অগ্রগতির জন্য পাশে থাকার প্রতিশ্রতি দিয়েছেন।  


প্রসঙ্গত, আগামী ১৫ দিন কার্ফু জারি করা হয়েছে। আজ ( বুধবার) রাত ৮ টা থেকে ১৪৪ ধারা জারি থাকবে রাজ্যজুড়ে।