নিজস্ব প্রতিবেদন : হবু স্ত্রীর স্বপ্ন ছিল বিয়ে হবে রাজকীয়। বর আসবে পক্ষীরাজে চড়ে। আর পাত্রের নাম যখন শাহরুখ, তখন অতি নাটকীতাতেই বা বাধ সাধে কে? তাই রীতিমতো হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে এল বর। নববধূকে নিয়ে উড়ে গেল হেলিকপ্টারেই।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কনে উত্তরপ্রদেশের বিজনোর জেলায় কোতয়ালির বাসিন্দা তানজিম। রাজস্থানের জয়পুরের বাসিন্দা শাহরুখের সঙ্গে বিয়ে ঠিক হয় তাঁর। বিবাহ বাসর বসে হাপুরে। বিয়ে করতে জয়পুর থেকে রীতিমতো হেলিকপ্টারে চড়ে হাপুরে পৌঁছন শাহরুখ। বিয়ের মণ্ডপের পাশেই তৈরি হয়েছিল হেলিপ্যাড। বিয়ের পর আবার সেই হেলিকপ্টারে চড়েই শ্বশুরবাড়ির উদ্দেশে রওনা দেন তানজিম।



এমন রাজকীয় 'বিদায়ী'কে চাক্ষুষ করতে বিয়ের আসরে কার্যত ভেঙে পড়ে গোটা এলাকা। গোটা বিষয়টি যাতে সুষ্ঠু মেটাতে উত্তরপ্রদেশ প্রশাসনের তরফেও বিশেষ ব্যবস্থা নেওয়া হয়। অঘটন আটকাতে বিয়েবাড়িতে মোতায়েন ছিল প্রচুর পুলিসকর্মী।