ওয়েব ডেস্ক : পরিবারের সবার সঙ্গে দাদার জন্য পাত্রী দেখতে গিয়েছিল ভাই। এদিকে সবার 'চোখ' এড়িয়ে পাত্রের ভাইকেই মন দিয়ে বসল পাত্রী। বেশ কিছুদিন সবার আড়ালেই চলল প্রেমপর্ব। কেউ ঘুণাক্ষরে টেরও পায়নি কিচ্ছুটি। পুরো বিষয়টা খোলসা হল একদম বিয়ের মণ্ডপে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ঘটনাটি তামিলনাড়ুর ভেল্লোর জেলার তিরুপাত্তুরের। ইলায়মপত্তির মুরুগান মন্দিরে বসেছিল বিয়ের আসর। বেশ ভালোই চলছিল বিয়ের সব আচার অনুষ্ঠান। কিন্তু গোল বাঁধল পুরোহিত যখন পাত্রকে পাত্রীর গলায় 'থালি' (পবিত্র সুতো) বাঁধতে বলল। বিয়ের মণ্ডপে পাত্রের পাশেই দাঁড়ানো ছিল তাঁর ভাই। পুরোহিত 'থালি' বাঁধার কথা বলতেই, সে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় দাদাকে। তারপর নিজের জামার পকেটে রাখা অপর একটি 'থালি' বের করে বেঁধে দেয় পাত্রীর গলায়।


আচমকা এই ঘটনায় চমকে ওঠে সকলেই। এদিকে বছর কুড়ির সেই পাত্রী যখন অস্বীকার করে পাত্রের ভাইয়ের বেঁধে দেওয়া 'থালি' খুলতে, তখনই ব্যাপারটা সবার কাছে পরিষ্কার হয়। সামনে আসে যুগলের প্রণয়পর্বের কথা।


আরও পড়ুন, প্রেমিকের জন্য এই যুবতী যা করল, শুনলে তাজ্জব হয়ে যাবেন!