ওয়েব ডেস্ক: রাজ্যসভায় সর্বসম্মতিক্রমে পাস হল জিএসটি বিল। স্বাধীনতার পর এই প্রথম এত বড় কর-সংশোধনীর পথে হাঁটল দেশ। প্রায় সাতঘণ্টা আলোচনার পর বিলের ছটি সংশোধনী গৃহীত হয়। তবে ওয়াক আউট করেন AIDMK-এর এক সাংসদ।  এরপর বিলটি আলোচনার জন্য পাঠানো হবে লোকসভায়। এবং পাঠানো হবে রাজ্য বিধানসভাগুলিতেও। জি এসটি বিল চালু হলে গোটা দেশজুড়ে চালু হবে একই হারে কর ব্যবস্থা। এই বিল পাস হলে তা হবে  যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোয় সহযোগিতার সেরা উদাহরণ। এমনই প্রতিক্রিয়া জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিলের পক্ষে ভোট পড়েছে ২০৩টি। বিপক্ষে একটিও ভোট পড়েনি। বিরোধীদের, বিশেষত কংগ্রেসের দাবি ছিল, করের হার ১৮ শতাংশে সীমাবদ্ধ রাখতে হবে। তবে এনিয়ে কোনও প্রতিশ্রুতি দেননি অর্থমন্ত্রী অরুণ জেটলি। শুধু বলেছেন, জিএসটি কাউন্সিলই এবিষয়ে সিদ্ধান্ত নেবে। একইসঙ্গে কংগ্রেসের দাবি ছিল, জিএসটি বিল যেন অর্থ বিল হিসাবে আনা না হয়। এবিষয়েও কোনও প্রতিশ্রুতি দেননি জেটলি। কেন্দ্র এবিষয়ে কী অবস্থান নেয়, সেদিকেই এখন তাকিয়ে কংগ্রেস। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


রাজ্যসভায় জিএসটি বিল পাসকে স্বাগত জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটারে তাঁর প্রতিক্রিয়া "জিএসটি বিল চালু করার বিষয়ে আমরা ধারাবাহিকভাবে সমর্থন করেছি। রাজ্যসভায় ভালো সংশোধনী পাস হয়েছে। সব রাজ্যই অতি ক্ষুদ্র ও ছোট ব্যবসায়ীদের স্বস্তি দিতে চায়। বিষয়টি অবশ্যই রাজ্যগুলির একক নিয়ন্ত্রণে থাকতে হবে"।