জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাড়ছে জিএসটি। চড়ছে দাম। ১৮ জুলাই থেকে দামী হচ্ছে দই, লস্যি, হাসপাতাল ও হোটেলের রুম। এমনকি সোমবার থেকে  দামী হচ্ছে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর মধ্যে চালও। জিএসটি পর্ষদের ৪৭ তম বৈঠকে একাধিক নিত্যপ্রয়োজনীয় পণ্যের জিএসটি হার বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। যারফলে সোমবার থেকে ঘর-গেরস্থালির জিনিস কিনতে আরও বেশি করে যে গাঁটের কড়ি খসবে, সেকথা বলার অপেক্ষা রাখে না। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কী কী দামী হচ্ছে? জিএসটি-র হার কত হচ্ছে? চলুন দেখে নেওয়া যাক একনজরে-


প্যাকেটজাত দই, লস্যি, বাটারমিল্ক- ৫ শতাংশ
ব্যাঙ্কের ইস্যু করা চেক বা চেকবুক- ১৮ শতাংশ
এলইডি লাইট-ল্যাম্প ও ফিক্সচার- ১৮ শতাংশ
ছাপার কালি- ১৮ শতাংশ
ব্লেড, ছুরি, পেন্সিল কাটার, চামচ, কাঁটা চামচ, স্কিমার- ১৮ শতাংশ
বৈদ্যুতিক পাম্প, সাবমার্সিবল পাম্প, ডিপ টিউবল টার্বাইন, বাইসাইকেল পাম্প- ১৮ শতাংশ
শস্যদানা ঝাড়াই বাছাই ও পেষাইয়ের মেশিন- ১৮ শতাংশ
দুধ ও দুগ্ধজাত পণ্যের মেশিনারি- ১৮ শতাংশ
ডিম পরিষ্কার ও বাছাইয়ের মেশিন- ১৮ শতাংশ
আঁকার যন্ত্রপাতি- ১৮ শতাংশ
সোলার ওয়াটার হিটার- ১২ শতাংশ
ফিনিশ লেদার- ১২ শতাংশ
মানচিত্র, মানচিত্র বই, দেওয়াল মানচিত্র, টোপোগ্রাফিক্যাল যন্ত্রপাতি, ছাপা গ্লোব- ১২ শতাংশ
দৈনিক ১০০০ টাকা দামের হোটেল রুম- ১২ শতাংশ
ICU ছাড়া দৈনিক ৫০০০ টাকা দামের হাসপাতালের ঘর- ৫ শতাংশ


আরও পড়ুন, Maharastra Toddler Dies: খেলতে খেলতে বিয়েবাড়ির ফুটন্ত ভাতের নৌকায়, ঝলসে মৃত্যু ১৬ মাসের শিশুর


আরও পড়ুন, Digital News: বিধির বাঁধনে এবার ডিজিটাল সংবাদ! রেজিস্ট্রেশন ৯০ দিনের মধ্যেই


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)