ভোটগণনার আগে এবার ইভিএম কারচুপি বিতর্ক উস্কে দিলেন হার্দিক
ইভিএম কারচুপি নিয়ে টুইটারে লিখলেন হার্দিক প্যাটেল। হারার আগে অজুহাত, কটাক্ষ বিজেপির।
নিজস্ব প্রতিবেদন: গুজরাট ভোট শেষ হতেই শুরু হয়েছে ইভিএম কারচুপি বিতর্ক। এবার তাতে সামিল হলেন পতিদার আন্দোলনের নেতা হার্দিক প্যাটেল। তাঁর মতে, ইভিএম কারচুপির বিষয়টি নিয়ে চিন্তাভাবনার দরকার রয়েছে। বিজেপির খোঁচা, হার আঁচ করে অজুহাত তৈরি করে রাখছেন হার্দিক প্যাটেল।
টুইটারে হার্দিক লিখেছেন, ''ইভিএম কারচুপির অভিযোগ নিয়ে হাসাহাসি করা উচিত নয়। বরং গণতন্ত্রের স্বার্থে এনিয়ে আলোচনা হওয়া প্রয়োজন। মনে রাখতে ভোটগ্রহণের পর ৫-৭দিন বন্ধ ঘরে ইভিএম রাখা হয়। এর থেকে তো ব্যালট অনেক ভাল। হিমাচলপ্রদেশেই ১ মাস ধরে ইভিএম পড়ে রয়েছে।'' প্রশ্ন উঠছে, নির্বাচনের আগে একবারও হার্দিকের মুখে ইভিএম কারচুপির অভিযোগ শোনা যায়নি। এটা কি আত্মবিশ্বাসের অভাব? রাজনৈতিক মহলের মতে, বুথফেরত সমীক্ষার আভাস আসার পরই সম্ভবত হার্দিকের আত্মবিশ্বাসে চিড় ধরেছে।
আরও পড়ুন- ইভিএম কারচুপির অভিযোগ করে 'সুপ্রিম' ধাক্কা খেল কংগ্রেস
ইভিএম ও ভিভিপ্যাটের পেপার ট্রেইল মিলিয়ে দেখার জন্য সু্প্রিম কোর্টে আবেদন করেছিল গুজরাট কংগ্রেস। সেই আবেদন খারিজ করে দিয়েছে আদালত।