নিজস্ব প্রতিবেদন: ভোটের লাইনে 'আম আদমি' নরেন্দ্র মোদী। সাধারণ মানুষের সঙ্গে লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন দেশের প্রধানমন্ত্রী। ভোট দেওয়ার পরই রীতিমত রোড শো-ও করেন নরেন্দ্র মোদী। তাঁকে দেখতে ভিড় করেন প্রচুর মানুষ। যা নিয়ে ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়ে গিয়েছে।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গুজরাটে দ্বিতীয় দফার ভোটে সবরমতির রনিপ এলাকায় ১১৫ নম্বর বুথে ভোটাধিকার প্রয়োগ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভোটদানের পরই রোড শো-ও করে নেন নরেন্দ্র মোদী। আর তাঁকে ঘিরে যে উত্সাহ চোখে পড়ল, তাতে আরও একবার জনপ্রিয়তা দেখিয়ে দিলেন নরেন্দ্র মোদী, মত রাজনৈতিক মহলের একাংশের।  








সবরমতি আসনে বিজেপির অরবিন্দ পটেলের সঙ্গে জোর লড়াই চলছে কংগ্রেসের জিতুভাই পটেলের।