নিজস্ব প্রতিবেদন: গুজরাটের গত বিধানসভা নির্বাচনগুলিতে লস্কর-ই-তৈবা-র সঙ্গে হাত মিলিয়ে নরেন্দ্র মোদীকে হারানোর চেষ্টা করেছে কংগ্রেস। এমনই গুরুতর অভিযোগ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। তাঁর কথায়, ''ইতিহাস বলছে গুজরাটে ৩টি বিধানসভার নির্বাচনে নরেন্দ্র মোদীকে হারানোর জন্য প্রশাসন, সিবিআই ও লস্কর জঙ্গিদের ব্যবহার করেছে কংগ্রেস। এবার তারা উন্নয়নকে খোঁচা দিচ্ছে। বিশ্বের কোথাও এমন দল নেই, যাদের উন্নয়ন নিয়ে এমন ভাবনাচিন্তা।''
   
জেটলির আরও দাবি, দেশের স্বার্থ নিয়ে উদাসীন কংগ্রেস। গুজরাটে জাতিপাতের রাজনীতি করছে তারা। গুজরাটে নরেন্দ্র মোদী ও তাঁর উত্তরসূরীরা সমাজের সকলস্তরের মানুষের উন্নতিতে কাজ করছেন। গুজরাটে আবারও বড় জয় পাবে বিজেপি। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

পণ্য ও পরিষেবা কর নিয়ে মোদীকে নিশানা করেছে কংগ্রেস। জেটলি বলেন, ''জিএসটি এখনও কংগ্রেস বুঝতে পারেনি। শাসক ও বিরোধী দল মিলেই জিএসটির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।''  


আরও পড়ুন, ৪৭-এর মধ্যে বিশ্বে সর্বাধিক উচ্চ ও মধ্য আয়ের দেশ হবে ভারত: বিশ্বব্যাঙ্ক