ওয়েব ডেস্ক : ISIS লিঙ্কম্যান সন্দেহে দু'জনকে গ্রেফতার করল গুজরাত ATS। আজ সকালে তাদের রাজকোট ও ভাবনগর এলাকা থেকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে বেশকিছু গুরুত্বপূর্ণ নথিও উদ্ধার করা হয়েছে। তবে, তদন্তের স্বার্থে ধৃতদের পরিচয় এখনও গোপন রাখা হচ্ছে বলে ATS সূত্রে খবর।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- 'ভারত দখলই এখন ISIS-এর প্রধান লক্ষ্য', ভারতীয় চিকিত্সকের গলায় চাঞ্চল্যকর দাবি


প্রসঙ্গত, গতকালই ISIS ডেরা থেকে উদ্ধার করা হয়েছে ভারতীয় চিকিত্‍সক রামমূর্তি কোসানামাইকে। জঙ্গিদের কবল থেকে মুক্ত হওয়ার পরই চাঞ্চল্যকর দাবি করেন তিনি। বলেন, ISIS-এর পরবর্তী লক্ষ্য গোটা ভারতবর্ষকে দখল করা। আর তার জন্য বর্তমানে প্রস্ততি তুঙ্গে সেই শিবিরে। রামমূর্তির এই বক্তব্যের পর থেকেই আরও নড়েচড়ে বসেছে ভারতের গোয়েন্দারা।