নিজস্ব প্রতিবেদন: গুজরাটের রাজধানী গান্ধীনগরেই কংগ্রেসের থেকে ৩-২ পিছিয়ে বিজেপি। গান্ধীনগর থেকে সাংসদ হয়েছেন দলের প্রবীণ নেতা লালকৃষ্ণ আডবাণী। গান্ধীনগরে পাঁচটি বিধানসভা কেন্দ্র। সেখানে কংগ্রেসের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে বিজেপির। কংগ্রেস জিতেছে গান্ধীনগর উত্তর, মানসা ও কলোল। বিজেপির ঝুলিতে গিয়েছে গান্ধীনগর দক্ষিণ দাহেগাম। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গান্ধীনগর উত্তরে বিজেপির বিধায়ক অশোককুমার রাঞ্চোড়ভাই প্যাটেলকে ৫,৭৩৬ ভোটে হারিয়েছেন কংগ্রেসের সিজে ছাভেদা।


কালোল কেন্দ্রে কংগ্রেসের বলদেবজি চান্দুদি ঠাকোর হারিয়েছেন বিজেপি অতুলভাই প্যাটেলকে। জয়ের ব্যবধান ৭,৯৬৫ ভোট।


আরও পড়ুন- কংগ্রেসের বিভাজনের রাজনীতি প্রত্যাখ্যান করেছেন মানুষ: যোগী


মানসায় মাত্র ৫২৪টি ভোটের ব্যবধানে জিতেছেন কংগ্রেসের সুরেশভাই সি প্যাটেল।


গান্ধীনগর দক্ষিণে জিতেছেন বিজেপির চেলাজি ঠাকোর। জয়ের ব্যবধান ১১,৫৩৮। 


দহেগামে নিকটতম কংগ্রেস প্রার্থীকে ১০,৮৬০ ভোটের ব্যবধানে হারিয়েছেন বিজেপির বলরাজসিন চৌহান।    


২০১২ সালে নারায়ণপুরা থেকে জিতেছিলেন অমিত শাহ। ওই কেন্দ্রটি ধরে রেখেছে বিজেপি। সেখানে জিতেছেন কৌশিভাই জমনাদাস প্যাটেল। মেহসানায় পিছিয়ে থেকেও জিতেছেন গুজরাটের উপমুখ্যমন্ত্রী নিতিন প্যাটেল।