নিজস্ব প্রতিবেদন: সকালে বদলের ইঙ্গিত। কিন্তু বেলা বাড়তেই জলের মতো স্পষ্ট হয়, এবারও হল না। গুজরাটে সুযোগ কাজে লাগাতে পারলেন না রাহুল গান্ধী। এদিন ফলাফলের ট্রেন্ড দেখেই পাততাড়ি গোটাতে থাকেন কংগ্রেস কর্মীরা। শুনশান হতে শুরু করে গুজরাটে কংগ্রেস অফিস। অন্যদিকে দিল্লিতে বিজেপির সদর দফতরে উত্সবের মেজাজ। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

নির্বাচনী প্রচারে কংগ্রেস নেতা অল্পেশ ঠাকোর দাবি করেছিলেন, ''প্রতিদিন পাঁচটি করে মাশরুম খান প্রধানমন্ত্রী। এক একটির দাম ৮০ হাজার টাকা। মাশরুম খেয়েই ফর্সা হয়েছেন মোদী।'' কংগ্রেসকে খোঁচা দিতে ভোটে জেতার পর তাই মাশরুমের কেক কাটলেন বিজেপি নেতা কর্মীরা। না আসল মাশরুম নয়, তবে কেকের আকার মাশরুমের মতো। 






অশোক রোডে সদর দফতরের বাইরে ঢোক-ঢোল বাজিয়ে সেলিব্রেট করছেন বিজেপি নেতাকর্মীরা। চলছে মিষ্টিমুখও। গেরুয়া আবির মেখে চলছে সেলিব্রেশন।