প্রথম রাউন্ডে গুজরাটে কড়া চ্যালেঞ্জের মুখে মোদীর দল
নিজের গড়েই কড়া চ্যালেঞ্জের মুখে পড়েছেন নরেন্দ্র মোদী। সকালে ভোটগণনা শুরু হতেই গুজরাটে জোর লড়াই শুরু হয়। বিজেপি এগিয়ে থাকলেও সাম্প্রতিক এমন লড়াই দেখা যায়নি। উত্তরপ্রদেশে বিজেপিকে একপেশে জিতেছিল।
নিজস্ব প্রতিবেদন: নিজস্ব প্রতিবেদন: নিজের গড়েই কড়া চ্যালেঞ্জের মুখে পড়েছেন নরেন্দ্র মোদী। সকালে ভোটগণনা শুরু হতেই গুজরাটে জোর লড়াই শুরু হয়। বিজেপি এখন এগিয়ে থাকলেও, সাম্প্রতিককালে এমন লড়াই দেখা যায়নি। উত্তরপ্রদেশে বিজেপিকে জিতেছিল একপেশে ভাবে।
গণনা শুরু হওয়ার পর নিজের কেন্দ্রে পিছিয়ে পড়েন খোদ মুখ্যমন্ত্রী বিজয় রূপানিই। পরে অবশ্য সামান্য ব্যবধানে ঘুরে দাঁড়ান তিনি। এখন ১০০টি আসনে এগিয়ে বিজেপি। ৮০টি আসনে এগিয়ে কংগ্রেস। গুজরাটে ম্যাজিক ফিগার ৯২।নির্বাচন কমিশনের পরিসংখ্যান অনুযায়ী, ৮৩ আসনে এগিয়ে বিজেপি। কংগ্রেস ৬২টি আসনে।
হিমাচলপ্রদেশে একক সংখ্যাগরিষ্ঠতার দিকে এগোচ্ছে বিজেপি, এমনটাই মনে করা হচ্ছে। সে রাজ্যে বিজেপি এগিয়ে ৪০টি আসনে। কংগ্রেস ২২টি আসনে।