নিজস্ব প্রতিবেদন: মাত্র একরানের জন্য  শতরান হাতছাড়া হয়েছিল। তবে সরকার গঠনের আগেই ১ রান তুলে নিল মোদী-শাহ জুটি। গুজরাটে বর্তমানে একশো জন বিধায়কের সমর্থন নিয়ে সরকার গড়তে চলেছে বিজেপি। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গুজরাটে এবার তিন অঙ্কে পৌঁছতে পারেনি গেরুয়া শিবির। এটা তাদের নৈতিক জয় বলে প্রচার করেছিল কংগ্রেস। যাবতীয় জল্পনা উড়িয়ে মুখ্যমন্ত্রী পদে সম্ভবত বিজয় রূপানি প্রত্যাবর্তন করতে চলেছেন খবর। তার আগেই বিজেপিকে নিঃশর্ত সমর্থন দিলেন জয়ী নির্দল জনপ্রতিনিধি রতনসিং রাঠৌর। কংগ্রেসের টিকিট না-পেয়ে মধ্য গুজরাট থেকে নির্দল প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিলেন তিনি। 


আরও পড়ুন- ফের ফেল সিবিআই, টুজি-র পর এবার আদর্শ দুর্নীতিকাণ্ডে স্বস্তিতে কংগ্রেস


১৮২ আসনের গুজরাট বিধানসভায় সরকার গড়ার জাদু সংখ্যা ৯২। বিজেপি সেখানে পেয়েছে ৯৯টি আসন। ফলে একক সংখ্যাগরিষ্ঠ দল তারাই। গুজরাটে তিন অঙ্কে না পৌঁছনো মনস্তাত্বিক গাঁট বলে মনে করেছিলেন রাজনীতির কারবারিরা। নির্দল বিধায়কের সমর্থনে সেই মনস্তাত্বিক বাধা পেরলো বিজেপি। ভোটগণনার পর কংগ্রেস দাবি করেছিল, ৩ নির্দল বিধায়কের সমর্থন নিয়ে তাদের আসন সংখ্যা ৮০।