নিজস্ব প্রতিবেদন: গুজরাট বিধানসভা নির্বাচনের শিয়রে, আর এর মধ্যে জমে উঠেছে রাজনৈতিক তরজা। প্রধানমন্ত্রীকে চা-ওয়ালা বলে খোঁচা দিয়ে বিতর্কিত টুইট করেছিল কংগ্রেসের অনলাইন ম্যাগাজিন 'যুবাদেশ'। তার পাল্টা হিসাবে রাহুল গান্ধীর দলকে আক্রমণ করতে গিয়ে এবার মাত্রা ছাড়ালেন আমেদাবাদ পূর্বের বিজেপি সাংসদ পরেশ রাওয়াল। তাঁর টুইট, ''আপনাদের বার-ওয়ালার চেয়ে অনেক ভাল আমাদের চা-ওয়ালা।''


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

পরেশ রাওয়ালের টুইটকে হাতিয়ার করে আবার ময়দানে নামে কংগ্রেস। তাদের বক্তব্য, চা-ওয়ালার চেয়েও এটা অত্যন্ত কুরুচিকর টুইট। সমালোচনার মুখে ক্ষমা চেয়ে টুইটটি মুছে দেন পরেশ রাওয়াল। ওদিকে, গোটা দেশজুড়ে বিরূপ প্রতিক্রিয়ার পর 'যুবাদেশ'ও তাদের 'মিম'টি মুছে দিয়েছে।  




আরও পড়ুন- কুম্ভ মেলায় আইসিস হামলার আশঙ্কা! বিশেষ কম্যান্ডো প্রশিক্ষণে এনএসজি


গুজরাট ভোটের আগে সোশ্যাল মিডিয়ায় দুই দলের লড়াই জমে উঠেছে। ভার্চুয়াল জগতে একে অপরের বিরুদ্ধে তোপ দাগছেন কর্মীরা। তেমনই মঙ্গলবার একটি মিম টুইট করেছিল যুবাদেশ। তাতে দেখা গিয়েছিল, 'ব্রিটেনের প্রধানমন্ত্রী থেরিজা মে এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলছেন নরেন্দ্র মোদী। ট্রাম্পকে মোদী বলছেন, "আপনারা জানেন, বিরোধীরা আমার কেমন মেমে বানায়?" ট্রাম্প তখন বলছেন, "এটা মেমে নয়, মিমস।" ঠিক সেই সময় ব্রিটেনের প্রধানমন্ত্রীর খোঁচা, "তুই চা বেচ।" এই মিমটি ছড়িয়ে যাওয়ার পর তীব্র সমালোচনার মুখে পড়ে কংগ্রেস। গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি বলেন, ''কংগ্রেসের গরিব বিরোধী ও অভিজাত মানসিকতারই প্রকাশ ঘটেছে এই মিমে।''