প্রধানমন্ত্রীর মতো ভাষণ দিতে আমার আরও কয়েক বছর লাগবে, বললেন রাহুল
নিজস্ব প্রতিবেদন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাগ্মীতার প্রশংসা করেন তাঁর নিন্দুকরাও। প্রধানমন্ত্রীর কুর্সিতে বসার পর সাড়ে ৩ বছরেই ভাষণ দেওয়ার সংখ্যায় রেকর্ড গড়ে ফেলেছেন মোদী। এবার মোদীর বাগ্মীতার প্রশংসা করলেন রাহুল গান্ধী। তাঁর কথায়, ''প্রধানমন্ত্রীর মতো 'ভাষণবাজি' করতে তাঁর আরও কয়েক বছর লেগে যাবে।''
তবে প্রধানমন্ত্রীর প্রশংসা নয়, এটা ব্যাজস্তুতিই ধরা ভাল। মোদীর তারিফ করার পরেই রাহুল বলেন, ''বিজেপি ও কংগ্রেসের মধ্যে একটা মৌলিক ফারাক রয়েছে। ওরা শুধু ভাষণ দিতে জানে। মানুষের কথা শোনে না। ওরা লাউডস্পিকারের মতো।''
নরেন্দ্র মোদীর বাগ্মীতা প্রশংসিত হলেও বিভিন্ন সময়ে ভাষণ দিতে গিয়ে ভুল করেছেন রাহুল গান্ধী। কখনও সংসদে, কখনও জনসভায় রাহুলের ভাষণ সোশ্যাল মিডিয়ায় তামাশার খোরাক হয়েছে। এর আগে রাহুল গান্ধী দাবি করেছিলেন, তিনি বানিয়ে কথা বলতে অপারগ। সেজন্যই ভুল করেন।
আরও পড়ুন, কালা দিবসে পালনে গিয়ে মুখ 'কালো' হল রাহুল গান্ধীর