নিজস্ব প্রতিবেদন: গুজরাটে গণনার শুরুতেই জোর টক্কর। পদ্মশিবিরে ক্রমশ বাড়ছে রক্তচাপ। হিমাচলেও সমানে সমানে চক্কর বিজেপি-কংগ্রেসের। গুজরাটে গণনায় এগিয়ে বিজেপি। ৭৭টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি। ৪৮টি আসনে এগিয়ে রয়েছে কংগ্রেস। অন্যান্যরা এগিয়ে ১টি আসনে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

নরেন্দ্র মোদী বনাম রাহুল গান্ধীর ভোটযুদ্ধের গনণা শুরু হয়ে গিয়েছে। একজনের কাছে সম্মানের লড়াই, অন্যজনের কাছে এই লড়াই ময়দানে টিকে থাকার। কিন্তু শেষ হাসিটা কে হাসবে? আর কিছুক্ষণের মধ্যেই মিলবে সেই প্রশ্নের উত্তর। গত নির্বাচনে গোটা গোটা রাজ্যেই বিজেপি আধিপত্ত ছিল।


গুজরাট, হিমাচলের ট্রেন্ড জানতে আর কয়েকঘণ্টার অপেক্ষা। প্রায় সব বুথফেরত সমীক্ষাই অবশ্য ইঙ্গিত দিচ্ছে বিজেপিরই পক্ষে। গুজরাটে স্বাচ্ছন্দ্যের সঙ্গেই ক্ষমতা ধরে রাখছে BJP। ইঙ্গিত সমীক্ষায়। টাইমস নাউয়েক সমীক্ষা বিজেপিকে দিচ্ছে একশো পনেরোটি আসন। টিভি নাইন দিচ্ছে একশো আটটি আসন। সাহারা সময় বলছে একশো দশ থেকে একশো কুড়িটি আসনে জিতবে বিজেপি। ইন্ডিয়া টুডের সমীক্ষায় বিজেপি পাচ্ছে নিরানব্বই থেকে একশো তেরোটি আসন। রিপাবলিক টিভির সমীক্ষা অনুযায়ী বিজেপি পাবে একশো আটটি আসন। হিমাচল প্রদেশেও গেরুয়া ঝড়েরই ইঙ্গিত। টিভি নাইন বলছে হিমাচল এবার হাতছাড়া। উনচল্লিশটি আসনে জিতবে বিজেপি। ইন্ডিয়া টুডের সমীক্ষায় বিজেপি পাবে একান্নটি আসন। টুডেজ চাণক্য বলছে সর্বাধিক বাষট্টিটি আসন পাবে বিজেপি।