নিজস্ব প্রতিবেদন: গুজরাটের ভোটপ্রচারে প্রধানমন্ত্রীর মুখে  'রাম নাম'। নরেন্দ্র মোদী বলেন, ''গতকাল সুপ্রিম কোর্টে বাবরি মসজিদ নিয়ে সওয়াল করেছেন কংগ্রেসের কপিল সিব্বল। তিনি তা করতেই পারেন। কিন্তু, ২০১৯ সাল পর্যন্ত শুনানি পিছিয়ে দেওয়া কি ঠিক? রাম মন্দিরের সঙ্গে নির্বাচনকে জড়াচ্ছে কংগ্রেস। দেশের জন্য একেবারেই চিন্তিত নয় তারা।''    


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

একইসঙ্গে সুন্নি ওয়াকফ বোর্ডের প্রশংসাও করেছেন নরেন্দ্র মোদী। তাঁর কথায়, ''কপিল সিব্বলের থেকে দূরত্ব রেখে সাহসী অবস্থান নিয়েছে সুন্নি ওয়াকফ বোর্ড।'' প্রসঙ্গত, সুন্নি ওয়াকফ বোর্ড এদিন জানিয়েছে, 'কপিল সিব্বিল আমাদের আইনজীবী হতে পারেন। তবে আদালতে তিনি যা বলেছেন, তা একেবারে ভুল। আমরাও নির্দিষ্ট সময়ের মধ্যেই রায় আশা করছি।' 


আরও পড়ুন- গুজরাটে ক্ষমতা ধরে রাখছে বিজেপি, ইঙ্গিত সমীক্ষার


মঙ্গলবার বাবরি মসজিদ-রাম জন্মভূমি মামলায় সুপ্রিম কোর্টে কপিল সিব্বল আবেদন করেন, ২০১৯ সাল ভোট পর্যন্ত মামলাটি স্থগিত করা হোক। যদিও কপিল সিব্বল লোকসভা ভোটের কথা সরাসরি বলেননি। কপিলের আর্জি অবশ্য খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত।