নিজস্ব প্রতিবেদন: গতবারের মতো এবারও প্রধানমন্ত্রীর 'মন কি বাত' জুড়ে থাকলেন সর্দার বল্লভ ভাই প্যাটেল। সৌজন্য রাখতে এক বার ইন্দিরা গান্ধীর উল্লেখও করলেন। তবে নরেন্দ্র মোদীর মনের কথায় শুধু বল্লভভাই। বিশেষজ্ঞদের মত, গুজরাট ভোটের আগে বল্লভভাইয়ের আবেগকে হাতিয়ার করলেন নরেন্দ্র মোদী। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গত ৩১ অক্টোবর আকাশবাণীতে 'মন কি বাত' অনুষ্ঠানে বল্লভভাইকে নিয়ে যেখানে শেষ করেছিলেন, রবিবার সেখান থেকেই শুরু করলেন প্রধানমন্ত্রী। বল্লভভাইয়ের জন্মদিবস 'রাষ্ট্রীয় একতা দিবস' হিসেবে পালন করার আহ্বান জানান। দেশের ঐক্য রক্ষায় বল্লভভাই প্যাটেলের অবদানের কথাও মনে করিয়ে দেন প্রধানমন্ত্রী। তাঁর কথায়, ''জাতি ও ধর্মের বৈষম্য আমাদের আটকাতে পারবে না। নতুন ভারত গঠনে আমাদের উদ্বুদ্ধ করছে সর্দার সাহেবের আদর্শ। কঠিন সমস্যা থেকে মুক্তির পথ দিতে পারতেন তিনি। কোথাও আলোচনা কোথাও আবার পেশীশক্তির ব্যবহার করে সমাধান করছেন তিনি। তাঁর জন্মদিন রাষ্ট্রীয় একতা দিবস হিসেবে উদযাপন করব।'' বল্লভভাইকে নিয়ে 'গদগদ' মোদীর মুখে একলাইন প্রশংসা পেলেন ইন্দিরা গান্ধী।


গুজরাটি অস্মিতার সঙ্গে জড়িয়ে বল্লভভাই। বিজেপি বারবারই দাবি করেছে, তাঁকে প্রাপ্য সম্মান দেয়নি গান্ধী পরিবার। ভোটের আগে গুজরাটের ভূমিপুত্র বল্লভভাইকে সম্বল করে গুজরাটি অস্মিতায় হাওয়া দিলেন মোদী, মত রাজনৈতিক মহলের একাংশের। 


আরও পড়ুন,  শুধুমাত্র জাতীয় সংগীতের সময় পা না থাকার আফশোস হয়: প্যারাঅলিম্পিয়ান