নিজস্ব প্রতিবেদন: গুজরাটের সুরাটে ভোটপ্রচারে গিয়ে নোট বাতিল ও জিএসটি নিয়ে ফের উত্তরসূরীকে নিশানা করলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। তাঁর কথায়, ''নোটবন্দির জেরে বিশাল ক্ষতি হয়েছে দেশের অর্থনীতির। ধাক্কা খেয়েছে ছোট ও মাঝারি শিল্প। ২০১৭-১৮ সালে বৃদ্ধি ৬.৭ শতাংশ পৌঁছলেও তা ইউপিএ-র ১০ বছরের গড় ১০.৬ শতাংশের চেয়ে অনেক কম। কালো টাকা উদ্ধার বা জাল নোট ধ্বংসের মতো উদ্দেশ্য সফল হয়নি। '' 
 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মনমোহন সিং বলেন, ''নোট বাতিলের জন্য লাভবান হয়েছে চিন। চলতি অর্থবর্ষের প্রথম দিকে আমদানি একধাক্কায় অনেকটা বেড়ে গিয়েছিল। জিএসটি ব্যবসায়ীদের কাছে কর সন্ত্রাসের সামিল। আমি মনে করি, ৮ নভেম্বর ভারতীয় অর্থনীতি ও গণতন্ত্রের ইতিহাসে একটা কালো দিন। কালো টাকাকে নষ্ট করতে চেয়েছিলেন মোদী। বাস্তবে নোট বাতিল কালো টাকা সাদা করার প্রকল্পে পরিণত হয়েছে।''


আরও পড়ুন- সত্যিই! আধার করাতে ভারতে এসেছিলেন ইভাঙ্কা ট্রাম্প?


গরিব পরিবার থেকে উঠে আসা ছেলে বলে প্রচার করেন নরেন্দ্র মোদী। মনমোহন সিংয়ের পরিবারও সচ্ছল ছিল না। অথচ এনিয়ে মুখ খোলেন না তিনি। প্রাক্তন প্রধানমন্ত্রীর জবাব, '' এব্যাপারে মোদীর সঙ্গে প্রতিযোগিতায় নামতে আগ্রহী নই।''


মনমোহনকে পাল্টা দিয়েছে বিজেপি। তাদের বক্তব্য, কংগ্রেসের একটা পরিবার খুশি করতেই অর্থনীতি নিয়ে এধরনের কথা বলতে বাধ্য হচ্ছেন মনমোহন সিং।