ওয়েব ডেস্ক: কলেজের সিলেবাসে উইলিয়াম শেক্সপিয়র, জন মিলটন পড়ানো হলে কালিদাস কেন পড়ানো হবে না? কেনই বা পড়ানো হবে না ‌যুধিষ্ঠির-দ্রৌপদীর মত ভারতীয় সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত বিষয়গুলি। প্রশ্ন তুললেন পদ্মভূষণ প্রাপ্ত কবি গুলজার। 


এবছর 'বেঙ্গালুরু পোয়েট্রি ফেস্টিভ্যাল'-এ ‌এসে বেশকিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে প্রশ্ন তোলেন কবি, গীতিকার তথা চিত্র পরিচালক গুলজার। তাঁর মতে উইলিয়াম শেক্সপিয়র, জন মিলটনের পাশাপাশি কালিদাসের মত কবির লেখাও ‌যাতে ছাত্র-ছাত্রীরা উপভোগ করার সু‌যোগ পায় সেটা দেখা উচিত। তাঁর কথায় আজও আমাদের মধ্যে ঔপনিবেশিক মানসিকতাই গেড়ে বসে আছে। আর সেই কারণেই এমন অবস্থা! গুলজারের কথায়, "আমরা শুধু রাজনৈতিক ভাবেই স্বাধীনতা লাভ করেছি, সাংস্কৃতিক ভাবে নয়। শুধু তাই নয়, দেশে আধুনিক সাহিত্যিকদের মধ্যে সাদাত হাসান মান্টোর লেখাও সিলেবাসে অন্তর্ভুক্তির পক্ষে সওয়াল করেন তিনি"।