নিজস্ব প্রতিবেদন: পঞ্জাবের গুরুদাসপুরে আতসবাজির কারখানায় বিস্ফোরণের জেরে মৃত্যু হল কমপক্ষে ১৯ জনের। আহতের সংখ্যা ১৫। ধ্বংসস্তূপের ভিতরে আরও অনেকে থাকতে পারেন বলে আশঙ্কা। ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে দমকলের একাধিক ইঞ্জিন। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বিকেল ৪টে নাগাদ গুরুদাসপুরের বাটলায় আচমকা বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে আতসবাজির কারখানা। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশ ছিল যে ১ কিলোমিটার দূরেও শোনা গিয়েছে আওয়াজ। কাছাকাছি তিন-চারটি বাড়িও ধসে গিয়েছে। আস্ত নেই নিকটস্থ বাইক ও গাড়ি। 


তিন তলার বহুতলে ছিল আতসবাজির কারখানা। গোটাটাই ভেঙে পড়েছে হুড়মুড়িয়ে। ধ্বংসস্তূপে অনেকে চাপা পড়ে গিয়েছে বলে মনে করা হচ্ছে। জোরকদমে চলছে উদ্ধারকাজ। ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী ও রাজ্যের উদ্ধারকারী দল। তদারকি করছেন রাজ্যের পুলিস আধিকারিকরা।          



ঘটনায় শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু।