‘আমার জীবন একটা খোলা বইয়ের মতো’, গোপন রহস্য ফাঁস করলেন রাধে মা
নিজস্ব প্রতিনিধি: আর পাঁচ জন স্বঘোষিত ধর্মগুরুর মতো তিনি নন। তাঁর সাজপোশাকও অনেকটা আলাদা। বারবারই নানা ইস্যুতে চর্চায় থেকেছেন। তিনি রাধে মা। এবার নিজের মুখে নিজের অনেক অজানা কথা ফাঁস করলেন তিনি। জানালেন, কেন ছোটো পোশাক পরেন? বললেন এক জন সাধারণ গৃহবধূ থেকে 'ধর্মগুরু' হয়ে ওঠার কাহিনি।
সম্প্রতি 'আজ তাক' কে একটি সাক্ষাত্কার দিয়েছেন রাধে মা। সেখানে নিজের সম্পর্কে অনেক ‘সিক্রেট’ ফাঁস করেছেন তিনি। রাধে মা জানান, বিদেশে গেলে বা ব্যক্তিগত পরিসরে ছোট পোশাক প্রায়শই পরে থাকেন তিনি। আর এর মধ্যে কোনও ভুলও দেখেন না রাধে মা। তাঁর কথায়, পোশাক ‘ক্যারি’ করাটাই আসল বিষয়। তিনি ছোটো পোশাক 'ক্যারি' করতে পারেন, তাই পরেন। তাঁর সন্তানরাও যে কতটা তাঁর দেখভাল করেন, তাও মনখুলে বলেন তিনি। তাঁর কথায়, '' আমার সন্তানরা কখনই আমার অযত্ন করেনি। আমি যাতে বিলাসবহুল জীবন কাটাতে পারি, সেদিকে সবসময়ই নজর রেখেছে ওরা।''
আরও পড়ুনকাশ্মীরের আলোচনার দায়িত্বে প্রাক্তন গোয়েন্দা কর্তা
এই সাক্ষাত্কারে নিজের পূর্ব জীবনের কথাও জানিয়েছেন রাধে মা ওরফে সুখবিন্দর কউর। তিনি জানান, দুই সন্তান-সহ তাঁকে ফেলে রেখে তাঁর স্বামী বিদেশে পালিয়ে যান। তারপর থেকে নানা ঘাত প্রতিঘাত পেরিয়েছেন তিনি। তবে লড়াই জারি ছিল। সন্তানদের একা বড় করেছেন। শ্বশুরবাড়ির সঙ্গেও তাঁর ভালো সম্পর্ক রয়েছে। এই সময়েই তিনি এক গুরুর কাছে যান। তিনিই নাকি তাঁকে 'মা চণ্ডীর' রূপ বলেছিলেন। রাধে মা-র কথায়, ''এরপর থেকেই আমি ধর্মের পথে হাঁটার সিদ্ধান্ত নিই।''
রাধে মায়ের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। তাঁর বিরুদ্ধে মুম্বইয়ের এক ব্যক্তির কাছ থেকে চাপ দিয়ে টাকা আদায়ের অভিযোগ রয়েছে। তবে এসবই মিডিয়ার অপপ্রচার বলে দাবি করেছেন তিনি। সঙ্গে বলেছেন, ''অনেক সময়েই আমাকে নিয়ে অনেক ধরনের খবর প্রচারিত হয়। তাতে আমি ব্যথিত হই। আমার জীবন একটা খোলা বইয়ের মতো।'' তবে রাম রহিম সম্পর্কে জিজ্ঞাসা করা হলে মুখে কুলুপ আঁটেন রাধে মা।