ধর্ষক `বাবা`র ৭০০ কোটির সম্পত্তির দাবিদার একাধিক নাম্বারদার ঘনিষ্ঠ শিষ্যা! এবার মারামারির আশঙ্কা
ওয়েব ডেস্ক: জমি জায়গা, গাড়ি বাড়ি সব মিলিয়ে রয়েছে মোট ৭০০ কোটি টাকার সম্পত্তি।সিরসায় ডেরা সচ্চা সৌদার এই সদর দফতর আসলে নিছক আশ্রম নয়। ছোটখাটো শহর। ডেরা-র ভিতরেই চাল, ডাল, আনাজের চাষ হয়। হোটেল, সিনেমা হল, স্কুল, রেস্তোরাঁ, মাল্টি-স্পেশ্যালিটি হাসপাতাল, স্টুডিও, বায়ো-গ্যাস কারখানা, পেট্রোল পাম্প, সংবাদপত্রের ছাপাখানা— সবই রয়েছে। এক সঙ্গে ১০ হাজার জামাকাপড় কাচার ক্ষমতাসম্পন্ন ওয়াশিং মেশিনও রয়েছে। নিরাপত্তার জন্য রয়েছে কন্ট্রোল রুম, গোটা ডেরা জুড়ে নজরদারি ব্যবস্থা।
ডেরা সচ্চা সওদার প্রধান, ধর্মীয় গুরু বাবা গুরপ্রীত রাম রহিম সিংহের ১০ বছরের জেল হওয়ার পর কে ডেরার প্রধান হবেন, তা নিয়ে জল্পনা বাড়ছে।আবার কোনও বাবা আসবেন নাকি কোনও মা আসবেন, তা এখন ঠিক হবে। দৌড়ে রয়েছেন অনেকেই। ফলে আশঙ্কা রয়েছে ঝামেলার।
পালিত কন্যা হানিপ্রীতের নাম তো ইতিমধ্যেই উঠে এসেছে। কিন্তু এছাড়াও দাবিদার রয়েছেন আরও কয়েকজন, দেখে নিন তাঁরা কারা..
জসমিত সিংহ ইনসান
রাম রহিমের নিজের ছেলে জসমীত দৌড়ে প্রথম। কারণ, বাবার উত্তরসূরী হিসেবে তিনিই প্রধান দাবিদার ডেরা প্রধান হওয়ার জন্য। কিন্তু এক্ষেত্রে তাঁকে বেগ পেতে হবে। কারণ, ব্যবসায়ী জসমীত কংগ্রেস নেতা হরমিন্দর সিংয়ের মেয়েকে বিয়ে করেছেন।
আমনপ্রীত ইনসান ও চরণপ্রীত ইনসান
এঁরা দু’জনেই হলেন রাম রহিমের নিজের মেয়ে। যদিও তাঁরা দু’জনেই এখন বিবাহিত। তবু তাঁরাও দাবিদার ডেরা প্রধান হওয়ার ক্ষেত্রে। এঁরা ‘পাপা’স অ্যাঞ্জেল’ হিসেবে নিজেদের পরিচয় দেন।
গুরু ব্রহ্মচারী বিপাসনা
এই মহিলাকে ডেরার সেকেন্ড-ইন-কম্যান্ড হিসেবে দেখা হয়। তিনি একেবারে নিচু তলা থেকে উঠে এসেছেন ডেরার শীর্ষ স্তরে। তিনিই সিরসাতে বাবার ডেরার প্রধান কার্যালয়ের পরিচালনার দায়িত্বে রয়েছেন। তাঁকে ‘নাম্বারদার’ বলে ডাকা হয়।