সংবাদ সংস্থা : রাজস্থানের পর এবার অসম। গুয়াহাটি পুরনিগমের তরফেও এবার জাতীয় সঙ্গীত গাওয়া বাধ্যতামূলক করে দেওয়া হল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন : রোজ জাতীয় সঙ্গীর গান, নইলে পাকিস্তানে যান, নির্দেশ পুরনিগমের 


সূত্রের খবর, গুয়াহাটি পুরনিগমের মেয়র জানিয়েছেন, এবার থেকে প্রতিদিন সকাল ১০টায় গাইতে হবে জাতীয় সঙ্গীত। অর্থাত, পুর নিগমে হাজির হয়ে প্রত্যেক কর্মীকে গাইতে হবে জাতীয় সঙ্গীত। কর্মক্ষেত্রে যাতে নেগেটিভ এনার্জি থেকে কর্মীরা দূরে থাকেন, তার জন্যই প্রতিদিন জাতীয় সঙ্গীত গাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মেয়র।



গত সপ্তাহে জয়পুর মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র অশোক লাহটি জানান, যাঁরা ওই নিয়ম মানবেন না, তাঁরা পাকিস্তানে চলে যান। সোমবার লিখিতভাবে ওই নিয়ম জারি করা হয় জয়পুর পুরনিগমের তরফে। দেশের উপর শ্রদ্ধা বাড়াতে এবং সুশৃঙ্খলভাবে কাজ করতেই ওই নিয়ম জারি করা হয়েছে বলে জানানো হয় পুরনিগমের তরফে।


আরও পড়ুন : নিয়ম ভাঙবেন না, গাড়ির চালককে 'শিক্ষা' বাইক আরোহীর


শুধু তাই নয়, যে বা যাঁরা প্রতিদিন জাতীয় সঙ্গীত গাইবেন না, তাঁরা পাকিস্তানে চলে যান বলেও মন্তব্য করা হয় জয়পুর পুরনিগমের তরফে।