নিজস্ব প্রতিবেদন: বারাণসীর কাশী বিশ্বনাথ মন্দির লাগোয়া জ্ঞানবাপী মসজিদের একাংশে মন্দিরের কিছু নিদর্শন মিলেছে। এমনই এক অভিযোগে আদালত পর্যন্ত গড়িয়েছে বিষয়টি। এনিয়ে আদালতের নির্দেশে সার্ভে করতে নেমেছে আর্কিওলজিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়া। সেই সার্ভের রিপোর্ট প্রকাশিত হলে এনিয়ে পরবর্তী পদক্ষেপ নেবে বারাণসীর আদালত। তবে তার আগেই এনিয়ে সরব অল ইন্ডিয়া মজলিশ ই ইত্তেহাদুল মুসলিমিন(মিম) প্রধান আসাদুদ্দিন ওয়েসি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সোমবার মিম প্রধান টুইট করেন, আমরা বাবরি মসজিদ হারিয়েছি। আরও একটা বাবরি হারাতে চাই না। জ্ঞানবাপী মসজিদ পৃথিবী ধ্বংস(কায়মত) পর্যন্ত থাকবে। 



এদিকে, আজ জ্ঞানবাপী মসজিদ মামলায় বিরোধীপক্ষের আইনজীব বিষ্ণু জৈন সংবাদমাধ্যমে বলেন, সার্ভের কাজ শেষ, মসজিদে শিবলিঙ্গ মিলেছে। কঠোর নিরাপত্তায় মুড়ে দেওয়া হয়েছে মসজিদ চত্বর।   


উল্লেখ্য, বেনারসের কাশী বিশ্বনাথ মন্দিরের সংলগ্ন জ্ঞানবাপী মসজিদ নিয়ে বহুদিন ধরে নানা তর্ক বিতর্ক চলছে। এই নিয়ে কমিটি গড়া হয়েছিল। বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। শেষমেশ বেনারস কোর্ট আর্কিওলজিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়ার উপর সমীক্ষার দায়িত্ব দেয়। 


আরও পড়ুন-Gyanvapi Masjid Row: জ্ঞানবাপী মসজিদে হিন্দুদেবতার অস্তিত্ব নিয়ে যে বিতর্ক চলছে, জেনে নিন তার ১০ কাহন


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)