নিজস্ব প্রতিবেদন: করোনা সংক্রমণের জন্য চলতি বছরে হজ যাত্রা বন্ধ করে দেওয়া হয়েছিল। কিন্তু আগামী বছরে ফের হজ যাত্রা শুরুর বার্তা দিল কেন্দ্র। তৈরি করা হয়েছে গাইডলাইন। সৌদি-আরব যে স্বাস্থ্যবিধি জারি করেছে সেই স্বাস্থ্যবিধির সঙ্গে সহমত কেন্দ্রীয় বিদেশমন্ত্রক।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শনিবার কেন্দ্রীয় বিদেশমন্ত্রকের তরফে  হজ যাত্রার নির্দেশিকা সামনে আনা হয়েছে। নির্দিষ্ট বয়সের সীমা বেঁধে দেওয়া হয়েছে। জানা যাচ্ছে, বয়স্কদের (৬৫ বছরের ঊর্ধ্বে) যেহুতু করোনা সংক্রমণের প্রভাব বেশি তাই, হজে যেতে পারবেন না তাঁরা।


শনিবার থেকেই শুরু হয়েছে অনলাইন আবেদন। হজে যেতে হলে এবছর অনলাইনে আবেদন করতে হবে। ১০ ডিসেম্বর পর্যন্ত চলবে আবেদন পক্রিয়া। ২০২১ সালের হজ যাত্রার জন্য অনলাইন, অফলাইন ও হজ মোবাইল অ্যাপলিকেশনে আবেদন করা যাবে। হজ যাত্রীদের আরটি-পিসিআর টেস্ট করা হবে। যার রিপোর্ট নেগেটিভ এলে তা জমা দিতে হবে সৌদি আরবের বিমানে ওঠার ৭২ ঘণ্টা আগে।


একনজরে দেখে নিন হজ যাত্রার নির্দেশিকা


  • এবার কেবল ১৮ থেকে ৬৫ বছরের দর্শনার্থীদের অনুমতী দেওয়া হবে।

  • ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ ১০ ডিসেম্বর

  • পুরুষ আত্মীয় ছাড়া হজে যাওয়া মহিলারা চারজনের পরিবর্তে মাত্র ৩-৩ গোষ্ঠী তৈরি করে আবেদন করতে পারবেন

  • মহিলাদের জন্য ৫০০ টি আসন সংরক্ষণ করা হয়েছে।

  • যদি আবেদন বেশি জমা পরে, তবে ২০২১ সালের জানুয়ারিতে লটারি বের করা হবে এবং যাত্রীদের বাছাই করা হবে।

  • নির্বাচিত হজযাত্রীদের লটারির মাধ্যমে প্রথম কিস্তিতে খরচ দেড় লক্ষ টাকা। আগে ৮১ হাজার টাকা জমা দিতে হবে।

  • পরের কিস্তি ২০২১ সালের ১ মার্চের মধ্যে জমা দিতে হবে।

  • হজ কমিটি এখনও মোট হজের ব্যয় ঘোষণা করেনি।

  • হজযাত্রীদের সৌদি আরবের যাত্রা ২৬ জুন থেকে শুরু হবে এবং ২০২১ সালে ৩১ জুলাই শেষ বিমান যাবে।



হজের জন্য বিমানগুলি আহমেদাবাদ, বেঙ্গালুরু, কোচি, দিল্লি, গুয়াহাটি, হায়দরাবাদ, কলকাতা, লখনউ, মুম্বই এবং শ্রীনগর থেকে পাওয়া যাবে।