নিজস্ব প্রতিবেদন: গোটা দুনিয়ায় ভারতের মুসলিমরা সবচেয়ে খুশি। কারণ আমরা হিন্দু। এমনটাই মন্তব্য করলেন আরওসএস প্রধান মোহন ভাগবত।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

অখিল ভারতীয় কার্যকারী মণ্ডলের বৈঠকে যোগ দিয়ে বর্তমানে ওড়িশায় রয়েছেন মোহন ভাগবত। দেশের বিভিন্ন রাজ্যে থেকে সংগঠনের সদস্যরা ৯ দিনের এই বাত্সরিক বৈঠকে দেন।


আরও পড়ুন-অগ্নিমূল্য বাজার দর, কোজাগরী লক্ষ্মীপুজোয় চিন্তায় মধ্যবিত্ত


রবিবার সদস্যদের সমাবেশে তাঁর বক্তব্যে বলেন, হিন্দু কোনও ধর্ম নয়। হিন্দু হল একটি সংস্কৃতির নাম। সত্যের সন্ধানের জন্য এই সংস্কৃতির উদ্ভব হয়। কোনও জাতি যখন তার রাস্তা থেকে বিচ্যুত হয় তারা আমাদের কাছে আসে।



মোহন ভাগবত আরও বলেন, ইহুদিরা যখন গোটা দুনিয়ায় ঘুরে বেড়াচ্ছিল তখন আমরাই প্রথম তাদের আশ্রয় দিয়েছিলাম। পার্সিরা এখানে শান্তিতে তাদের ধর্ম পালন করতে পারে। দুনিয়ার সবচেয় সুখী মুসলিম ভারতেই দেখা যায় কারণ আমরা হিন্দু। এখানে সমাজের সঙ্গে মিশে গিয়েছে আরএসএস।



আরও পড়ুন-আর্থিক মন্দার জেরে বন্ধ রাষ্ট্রপুঞ্জের এসক্যালেটর, এয়ার কুলার!


দেশে বিভিন্ন ধরনের সংস্কৃতি থাকা সত্বেও এখানে মানুষ একসঙ্গে থাকেন। কারণ তারা তারা এখানে এক জাতি বলে মনে করেন। পার্সি, মুসলিম-সহ অন্যান্যরা এই দেশে নিরাপদ বোধ করেন।