ওয়েব ডেস্ক: তাঁর জনপ্রিয়তার ঢেউ-এর উচ্চতা পুরীর সমুদ্রকেও হার মানিয়েছে। সোশ্যাল মিডিয়া হোক বা কঠোর বাস্তব তাঁর সাহায্যের হাত সদা উপস্থিত। আর তাই অনুগামীর সংখ্যাও অগুন্তি। শুধু মাত্র টুইট্যারেই তাঁকে ফলো করেন ৭.২৬এম মানুষ। আজ তাঁরই জন্ম দিন। হ্যাপি বার্থ ডে সুষমা স্বরাজ! আজ ৬৫ বসন্ত ছুঁলেন ভারতের বিদেশমন্ত্রী। কিন্তু জানেন কি, সুষমা স্বরাজ একাধিক রেকর্ডের অধিকারী! এবং রাজনীতিক হিসাবে সুষমার এই রেকর্ডগুলো বহুক্ষেত্রে ঈর্ষা করার মতো। আসুন দেখে নিই সেই রেকর্ডের ফিরিস্তি-


  • COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    ১৯৭৭ সালে সুষমা স্বরাজ নবীনতম ক্যাবিনেট মন্ত্রী হিসাবে নিযুক্ত হন এবং ১৯৭৯ সালে হরিয়ানা বিজেপির সভাপতি পদে যোগ দেন।

  • সুষমাই দেশের রাজনৈতিক দলগুলির সদস্যদের মধ্যে প্রথম মহিলা মুখপাত্র।

  • ১৯৯৮ সালে দিল্লির প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হওয়ার রেকর্ডটিও সুষমা স্বরাজেরই দখলে।


এর পাশপাশি, সুদীর্ঘ কাল তিনি আইনজীবী হিসাবে সুপ্রিমকোর্টে কাজ করেছেন। আজ তাঁর জন্মদিনে ২৪ ঘন্টা ডট কমের তরফ থেকে রইল উষ্ণ অভিনন্দন এবং শুভেচ্ছা। ভাল থাকুন সুষমা। মানুষের পাশে থাকুন।


আরও পড়ুন- শুরু হল শশীকলাকে গ্রেফতারের তোড়জোড়