নিজস্ব প্রতিবেদন: কৃষি নিয়ে নতুন বিলের প্রতিবাদে কেন্দ্রীয় মন্ত্রিত্ব থেকে ইস্তফা দিলেন হরসিমরত বাদল। হরসিমরত পঞ্জাবে বিজেপির শরিক দল অকালির নেত্রী। টুইট করে হরসিমরত ঘোষণা করেছেন, কৃষকবিরোধী অধ্যাদেশ ও বিলের বিরোধিতায় পদত্যাগ করলেন। অকালি দল বাইরে থেকে সমর্থন সরকারকে সমর্থন দেবে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কেন্দ্রের কৃষি বিলের প্রতিবাদে খাদ্যপ্রক্রিয়াকরণ মন্ত্রক থেকে পদত্যাগ করলেন হরসিমরত বাদল। টুইটারে তিনি লিখেছেন,''কৃষকবিরোধী অর্জিন্যান্স ও আইনের প্রতিবাদে কেন্দ্রীয় মন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলাম। কৃষকদের বোন ও মেয়ে হিসেবে গর্বিত বোধ করছি।''



অকালি দল থেকে শুধুমাত্র হরসিরত বাদলই মন্ত্রিত্ব পেয়েছিলেন। তিনি পদত্যাগ করলেও অকালি সমর্থন প্রত্যাহার করছে না। হরসিমরতের স্বামী তথা দলের প্রধান সুখবীর সিং বাদল জানান, সরকারকে বাইরে থেকে সমর্থন দেবে অকালি। তবে কৃষকবিরোধী নীতির বিরোধিতা চালিয়ে যাবে। হরসিমরতের ইস্তফাকে রাজনীতির গিমিক আখ্যা দিয়েছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরেন্দ্র সিং বাদল। তাঁর কথায়, দেরিতে ইস্তফা দিলেন হরসিমরত। এতে কোনও লাভ হবে না।      


কেন্দ্রের দাবি, কৃষিক্ষেত্রে বিরাট সংস্কার আনবে নয়া বিল। এই বিলটি জুনে ৩টি অর্ডিন্যান্সের বিকল্প। এর ফলে কৃষকরা ভালো পাবেন। শাক-সবজি বাজারজাত করতে সুবিধা হবে। কৃষি সংক্রান্ত বিলটি প্রথমে সমর্থন দিয়েছিল অকালি দল। কিন্তু পঞ্জাব ও হরিয়ানায় চাষিরা বিক্ষোভ শুরু করলে বেঁকে বসে তারা। অকালি সিদ্ধান্ত নেয়, তারা বিলটি সমর্থন করবে না। সুখবীর সিং বাদল সংসদে বলেন, গত ৫০ বছর ধরে কৃষিক্ষেত্রের উন্নয়ন করছে পঞ্জাবের সরকার।  প্রস্তাবিত বিলটি সেই প্রয়াসকে ধ্বংস করে দেবে। এরপরই ইস্তফাদেন হরসিমরত।   


আরও পড়ুন-