নিজস্ব প্রতিবেদন: গণনার প্রাথমিক প্রবণতা উলটে দিয়ে হরিয়ানায় বিজেপিকে কড়া টক্কর দিচ্ছে কংগ্রেস। বৃহস্পতির সকাল থেকে চলছে মহারাষ্ট্র ও হরিয়ানা বিধানসভা নির্বাচনের ভোটগণনা। প্রাথমিক প্রবণতায় কংগ্রেসকে পিছনে ফেলে অনেকটা এগিয়ে যায় বিজেপি। কিন্তু গণনা এগোতেই ক্রমশ এগোতে থাকে কংগ্রেস। জয়ের সম্ভাবনা উজ্জ্বল হতেই প্রকাশ্যে আসেন সেরাজ্যের কংগ্রেসের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ভূপেন্দ্র সিংহ হুডা। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

হরিয়ানায় বিজেপির জয় নিশ্চিত বলে মনে করেছিলেন বিশেষজ্ঞরা। প্রাথমিক প্রবণতা অনুসারে এগোতে থাকে বিজেপি। কিন্তু গণনা এগোতে বদলে যায় প্রবণতা। বিজেপিকে টক্কর দিতে শুরু করে কংগ্রেস। বিধানসভা নির্বাচনের প্রচারে কংগ্রেসের থেকে কয়েক যোজন এগিয়ে ছিল। কিন্তু ভোটের বর্তমান প্রবণতায় দেখা যাচ্ছে, বিজেপিকে জোর টক্কর দিচ্ছে কংগ্রেস।         



হরিয়ানার ৯০টি আসনের মধ্যে ২০১৪ সালে ৪৭টি গিয়েছিল বিজেপির ঝুলিতে। প্রথমবার সে রাজ্যে সরকার গড়েছিল গেরুয়া শিবির। কংগ্রেস পেয়েছিল মাত্র ১৫টি আসন। আইএনএলডি পেয়েছিল সাকুল্যে ১৮টি। হরিয়ানার জাট অধ্যুষিত এলাকায় সে বার ব্যাপক ব্যবধানে জিতেছিল বিজেপি।


আরও পড়ুন- কাঠুয়াকাণ্ডে মিথ্যা প্রমাণ, তদন্তকারীদের বিরুদ্ধেই এফআইআরের নির্দেশ আদালতের