রাহুল নিপা ভাইরাসের মতো, কংগ্রেস সভাপতিকে কটাক্ষ হরিয়ানার মন্ত্রীর
কর্ণাটকে কংগ্রেস-জিডিএস জোটের সরকার গঠনকে নিশানা করে বেফাঁস মন্তব্য করে বসলেন বিজেপির এই নেতা। এবার তাঁর নিশানায় কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী
নিজস্ব প্রতিবেদন: মুখে লাগাম দেওয়ার ধাত তাঁর কোনও কালেই ছিল না। এক সময় নরেন্দ্র মোদীকে মহাত্মা গান্ধীর চেয়ে বড় নেতা বলে দলকে বিপাকে ফেলেছিলেন। এবার ফের এক বিতর্কিত মন্তব্য করলেন মনোহরলাল খাট্টার মন্ত্রিসভার সদস্য অনিল ভিজ।
আরও পড়ুন-বিরাম নেই দর বৃদ্ধিতে, কলকাতায় ৮১ টাকা ছাড়াল পেট্রোলের দাম
কর্ণাটকে কংগ্রেস-জিডিএস জোটের সরকার গঠনকে নিশানা করে বেফাঁস মন্তব্য করে বসলেন বিজেপির এই নেতা। এবার তাঁর নিশানায় কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। ভিজ বলেন, রাহুল গান্ধী নিপা ভাইরাসের মতো। তিনি যখন কোনও দলের সংস্পর্শে এসেছেন তখন সেই দল শেষ হয়ে গিয়েছে।
আরও পড়ুন-প্রকাশিত হল সিবিএসই-র দশম শ্রেণির ফল
এখানেই থেকে থাকেননি ভিজ। বিজেপি বিরোধী জোট সম্পর্কে বলতে গিয়ে ভিজ বলেন, কংগ্রেসের নেতৃত্বে বিরোধীরা মহাজোট গঠন করার চেষ্টা করছে। সবকটা দলই ধ্বংস হয়ে যাবে।