নিজস্ব প্রতিনিধি: তাজমহল নিয়ে চলতি বিতর্কে নয়া মাত্রা যোগ করলেন হরিয়ানার মন্ত্রী অনিল ভিজ। তাঁর কথায়, ''তাজমহল একটি সুন্দর গোরস্থান।'' 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

তাঁর দাবি, তাজমহল একটি সুন্দর কবরস্থান। এজন্য একে অশুভ বলে মানা হয়। তাজমহলের মডেল কেউ ঘরে রাখেন না। হরিয়ানার বিজেপি শাসিত সরকারের মন্ত্রী অনিল ভিজ। এর আগেও বিতর্কিত মন্তব্য করেছেন তিনি। 



গত সপ্তাহে তাজমহল নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন বিজেপি নেতা সঙ্গীত সোম। তিনি মন্তব্য করেছিলেন, তাজমহল দেশের সংস্কৃতির কলঙ্ক। বিতর্ক ধামাচাপা দিতে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানান, তাজমহল ভারতের ঐতিহ্য। ২৬ অক্টোবর তিনি সেখানে যাবেন। সপ্তদশ শতকে স্ত্রী মুমতাজের স্মৃতিতে তাজমহল বানিয়েছিলেন মুঘল সম্রাট শাহজাহান। তাজমহলে মুমতাজের সঙ্গে শাহজাহানকে সমাহিত করা হয়েছিল। 


আরও পড়ুন, তাজমহল বিতর্কে এবার নড়েচড়ে বসল বিজেপি, কৈফিয়ত তলব সঙ্গীত সোমের