নিজস্ব প্রতিবেদন: এলাহাবাদ হাইকোর্টে আজ ফের হাথরস শুনানি। কড়া নিরাপত্তার মধ্যেই লখনউয়ে পৌঁছে গিয়েছেন নির্যাতিতার পরিজনরা। রাতে সফরে নারাজ ছিল হাথরস কাণ্ডের পরিবার। কাজেই কাকভোরে পুলিসি ঘেরাটোপে যাত্রা করেছেন নির্যাতিতার মা-ভাইরা। নির্যাতিতার পরিবারের সঙ্গে রয়েছেন জেলাশাসক ও পুলিস সুপার। ১ অক্টোবর এলাহবাদ হাইকোর্টের লখনউ বেঞ্চ একটি সুয়োমোটে মামলা করে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন:  ''আমাদের মেয়েদের ছুঁলেই মৃত্যুদণ্ড'', লাভ জিহাদ রুখতে হুঁশিয়ারি অসমের মন্ত্রীর


সেই মামলার প্রেক্ষিতেই অভিযোগকারী পরিবার আজ আদালতে যাচ্ছেন। রাত্রেই যাওয়ার কথা ছিল। কিন্তু পরিবারের সদস্যরা রাত্রে যেতে রাজি হননি। সকাল সাড়ে পাঁচটা নাগাদ কড়া নিরাপত্তায় হাথরস থেকে লখনউয়ের উদ্দেশে যাত্রা শুরু করে  অভিযোগকারী পরিবার। এদিকে রবিবারই হাথরস পৌঁছে যায় সিবিআই-এর তদন্তকারীরা। স্থানীয় প্রশাসনের কাছ থেকে তথ্য সংগ্রহ করেছেন তাঁরা।