নিজস্ব প্রতিবেদন: ছত্তিশগড়ের এক মন্ত্রীর সেক্স সিডি তাঁর হাতে। তাই তাঁকে টার্গেট করেছে ছত্তিশগড়ের বিজেপি সরকার। এমনটাই দাবি করলেন ব্ল্যাকমেল করার অভি‌যোগে গ্রেফতার বিশিষ্ট সাংবাদিক বিনোদ ভার্মা।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শুক্রবার ভোর চারটে নাগাদ তাঁর গাজিয়াবাদের বাড়ি থেকে গ্রেফতার করা হয় বিবিসি ও অমর উজালার সঙ্গে ‌যুক্ত সাংবাদিক বিনোদ ভার্মাকে। ব্ল্যাকমেল ও তোলাবাজির অভি‌যোগে তাঁকে গ্রেফতার করে রায়পুর ও উত্তরপ্রদেশ পুলিসের একটি দল। পুলিসের দাবি, ভার্মার বাড়ি থেকে ৫০০ সিডি, ২ লাখ টাকা নগদ, পেন ড্রাইভ, ল্যাপটপ বাজেয়াপ্ত করা হয়েছে।


কয়েক ঘণ্টা টানা জেরা করার পর শুক্রবার দুপুরে বিনোদ ভার্মাকে আদালতে তোলা হয়। সে সময় ভার্মা দাবি করেন, ছত্তিশগড়ের অভি‌যুক্ত মন্ত্রী রাজেশ মুনাতের কথা অনু‌যায়ী আমার কাছে থাকা তাঁর সেক্স সিডিটি জাল। কিন্তু ‌যে কোনও তদন্তকারী সংস্থা এনিয়ে তদন্ত করতে পারে।


ছত্তিশগড় সরকারের পক্ষ থেকে দাবি করা হয়, রাজ্যের বিজেপি সরকারকে হেনস্থা করতে বিনোদ ভার্মা বিরোধী কংগ্রেসের হয়ে কাজ করছেন।


আরও পড়ুন-  ধোনির ওপর বিরাট নির্ভরতা কোহলির: ভিভিএস