নাৎসি-কায়দায় রাম মন্দিরের চাঁদা না দেওয়া বাড়ি চিহ্নিত করছে RSS: Kumaraswamy
কুমারস্বামীর অভিযোগ নিয়ে কোনও মন্তব্য করতে চায়নি আরএসএস।
নিজস্ব প্রতিবেদন: নাৎসি বাহিনীর কায়দায় রাম মন্দির নির্মাণের জন্য বাড়ি বাড়ি চাঁদা সংগ্রহে গিয়ে, কারা টাকা দিচ্ছে, কারা দিচ্ছে না, তা চিহ্নিত করছে আরএসএস (RSS)। এমনই বিস্ফোরক অভিযোগ করলেন কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামী। এনিয়ে কোনও প্রতিক্রিয়া দেয়নি সঙ্ঘ।
একের পর এক টুইট করে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘকে (RSS) নিশানা করেছেন কুমারস্বামী (HD Kumaraswamy)। তিনি অভিযোগ করেছেন, 'রাম মন্দির নির্মাণে যাঁরা টাকা দিয়েছে বা টাকা দেয়নি, তাঁদের সনাক্ত করে রাখছে আরএসএস। হিটলারের জমানায় নাৎসিরাও এমনটাই করেছিল। প্রাণ হারিয়েছিল লক্ষাধিক মানুষ।' তার আগে শিবমোগার একটি সভায় জেডিএস নেতা (JDS) বলেন, 'যাঁরা রাম মন্দিরের জন্য চাঁদা দিচ্ছেন না, তাঁদের বাড়িগুলি চিহ্নিত করছে রাম মন্দির নিধি সমর্পণের স্বেচ্ছাসেবকরা। এনিয়ে কেউ মুখ খোলেনি। আমরা নাৎসি জমানায় রয়েছি?'
টুইটারে কুমারস্বামী (HD Kumaraswamy) লিখেছেন,'কেউ যাতে নিজের মত প্রকাশ করতে না পারে, সেই ধরনের বাতাবরণ তৈরি করা হচ্ছে। আগামী দিনে সংবাদমাধ্যমগুলিও যদি সরকারের মতামতই তুলে ধরে তাহলে জানি না সাধারণের জন্য কী ভবিতব্য অপেক্ষা করে আছে। একটা ব্যাপার স্পষ্ট, দেশে যে কোনও কিছু ঘটতে পারে।'
তিনি আরও লিখেছেন,'ঐতিহাসিকদের মতে , আরএসএসের প্রতিষ্ঠার সময়েই জার্মানিতে নাৎসিদের জন্ম হয়েছিল। নাৎসিদের মতো নীতি আরএসএস চালু করলে কী হবে, সেই আশঙ্কা রয়ে যাচ্ছে। মানুষের মৌলিক অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছে।'
কুমারস্বামীর অভিযোগ নিয়ে কোনও প্রতিক্রিয়া দিতে চায়নি আরএসএস। সঙ্ঘের মুখপাত্র ইএস প্রদীপ বলেন,'কুমারস্বামীর মন্তব্য জবাব দেওয়ার যোগ্য নয়।'
আরও পড়ুন- পর পুরুষের সঙ্গে প্রেম! শ্বশুরবাড়ির লোককে কাঁধে নিয়ে ৩ কিমি হাঁটলেন মহিলা