নিজস্ব প্রতিবেদন: এজলাসে বিচার প্রক্রিয়া সরাসরি সম্প্রচারে সম্মতি জানালো সুপ্রিম কোর্ট। এজলাসের ভিতর কী চলছে তা জানার অধিকার রয়েছে নাগরিকের। বিচার প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে শীর্ষ আদালত জানায়, সূর্যের আলো যেমন জীবানুনাশকের কাজ করে, সরাসরি সম্প্রচারও বিচার ব্যবস্থাকে তরান্বিত করবে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- আধার সাংবিধানকভাবে বৈধ, বেসরকারি ক্ষেত্রে বাধ্যতামূলক নয়: সুপ্রিম কোর্ট


বুধবার আধার রায়ের দিনেই এজলাসের লাইভ সম্প্রচারের বিষয়ে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ দেয় প্রধান বিচারপতি দীপক মিশ্রের বেঞ্চ। বিচারপতি দীপক মিশ্র এ দিন বলেন, “এজলাসে লাইভ সম্প্রচার হওয়া উচিত। এর ফলে গোটা বিচার ব্যবস্থার মধ্যে দায়বদ্ধতা তৈরি হবে।” তবে, ৭০ সেকেন্ড দেরিতে সরাসরি সম্প্রচারে প্রস্তাব রাখা হয়েছে। যদি এজলাসের মধ্যে কোনও অবমাননাকর ঘটনা ঘটে তাহলে বন্ধ করে দেওয়ার ক্ষমতা থাকবে বিচারপতিদের হাতে।


গত জুলাইয়ে এক শুনানিতে বিচারপতি দীপক মিশ্র বলেছিলেন, সরাসরি সম্প্রচারের মাধ্যমে  বিচার সংক্রান্ত বিষয়ে সাধারণ নাগরিককে অবগত করা যেতে পারে। এমনকি মামলাকারীরাও বিভিন্ন মামলার বিষয়ে জানতে পারেন। মামলাকারীদের আইনজীবী কীভাবে মামলা লড়বেন, সে বিষয়ে ধারণাও তৈরি হতে পারে তাঁদের। তবে, ধর্ষণ এবং বিবাহ সংক্রান্ত মামলার ক্ষেত্রে সরাসরি সম্প্রচার না হওয়ার পক্ষে সওয়ালও করেন তিনি। প্রধান বিচারপতির কথায় “যাঁরা আইনি নিয়ে পড়াশুনা করছেন, তাঁদের কাছে এই সম্প্রচার গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।”


আরও পড়ুন- সুপ্রিম কোর্টের আধার রায়ে বিজেপির গালে সপাট চড়: কংগ্রেস


উল্লেখ্য, লাইভ সম্প্রচারের বিষয়ে সুপ্রিম কোর্টে মামলা করেন প্রবীণ আইনজীবী ইন্দিরা জয়সিং, আইনের ছাত্র স্নেহিল ত্রিপাঠী এবং রয়েছে স্বেচ্ছাসেবী সংস্থা ‘সেন্টার ফর অ্যাকাউন্টাবিলিটি অ্যান্ড সিস্টেমেটিক চেঞ্চ’-ও।