ওয়েব ডেস্ক : নাগাড়ে বৃষ্টি, সঙ্গে শিলাবৃষ্টি। প্রবল বর্ষণে বিধ্বস্ত হিমাচল প্রদেশ। আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, আগামী ২৪ ঘণ্টাতেও রাজ্যের পার্বত্য অঞ্চলে ভারী বৃষ্টিপাত চলবে। রাজধানী সিমলাতেই বৃষ্টির পরিমাণ সবচেয়ে বেশি। আজ সকাল থেকেই সিমলা ও রাজ্যের অন্যান্য অংশে শুরু হয় ভারী বৃষ্টি। পার্বত্য এলাকাতেই বৃষ্টির পরিমাণ ছিল সবচেয়ে বেশি। ব্যাহত হয় যোগাযোগ ব্যবস্থা। রাজ্যের সমতল এলাকাতেও বৃষ্টি হলেও, তীব্রতা কিছুটা কম ছিল। আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে সমতল অংশেও।


আরও পড়ুন, কাশ্মীরে নতুন করে শুরু সংঘর্ষ, বন্ধ করা হল ইন্টারনেট পরিষেবা