ওয়েব ডেস্ক: যতদুর চোখ যায়, শুধুই বরফ। বরফের চাদরে ঢাকা সিমলা। মানালিরও এক ছবি। বৃষ্টি, ঝোড়ো হাওয়ার দাপটও কম নয়। ঠান্ডার মজা তারিয়ে তারিয়ে উপভোগ করছেন পর্যটকরা। উত্তরপ্রদেশেও কনকনে ঠান্ডা। প্রবল শীতের কামড়ে মৃত্যু হয়েছে সতেরো জনের এযেন স্বপ্নপুরী। চারিদিকে শুধু বরফ আর বরফ। বরফের চাদরে মুখ ঢেকেছ শৈল শহর সিমলা। একঝটকায় হিমাঙ্কের কয়েক ডিগ্রি নিচে নেমেছে  পারদ।সঙ্গে  বৃষ্টি আর ঝোড়ো হাওয়ার দাপট।কাঠের বাড়ির মাথায় উঠেছে বরফের  টুপি। গাছগুলো যেন থুড়থুড়ে বুড়ো। রাস্তায় কয়েকইঞ্চি পুরু বরফের চাদর। কোথাও কোথাও রাস্তায় পাঁচিল তুলেছে বরফের স্তূপ। আটকেছে  পর্যটক বোঝাই বহু গাড়ি। সিমলা যেন সুইত্‍জারল্যান্ড।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন মঙ্গল থেকে পৃথিবী এবং চাঁদকে কেমন দেখতে লাগে, দেখিয়ে দিল নাসা!


সিমলা ছাড়াও মানালি,কুফরি,নালদেরা এখন বরফের রাজ্য।বরফে ঢেকেছে ভূস্বর্গও। বরফের বল নিয়ে দিব্যি জমে উঠেছে খেলা। বৃহস্পতিবার থেকে বরফপাতে অবরুদ্ধ জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক। কাশ্মীর উপত্যকার সঙ্গে বিচ্ছিন্ন হয়ে যায় রাজ্যের অন্যান্য অংশের সড়ক যোগাযোগ। উদ্ধারকাজে নেমেছে সেনাবাহিনী।কনকনে ঠান্ডায় কাঁপছে উত্তরপ্রদেশ। বৃহস্পতিবারই সিদ্ধার্থনগর ও বাহারাইচে ঠান্ডায় দুজনের মৃত্যু হয়েছে।  এই নিয়ে ওই রাজ্যে ঠান্ডায় ১৭ জনের মৃত্যু হল দিনের বেলাতেও রাস্তায় আগুন পোহাতে দেখা গেছে অনেককেই।


আরও পড়ুন  আব্রামকে কী উপহার দিয়েছেন শাহরুখ-গৌরী দেখুন!