ওয়েব ডেস্ক: প্যানের পর এবার বাতিল হওয়ার তালিকায় আধার! ৮১ লাখ আধার কার্ড বাতিল করল ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অব ইন্ডিয়া। শুক্রবার রাজ্যসভায় ৮১ লাখ আধার বাতিলের কথা ঘোষণা করেন কেন্দ্রের তথ্য ও প্রযুক্তি মন্ত্রকের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী পিপি চৌধুরী। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 


উল্লেখ্য, আধার হল ১২ সংখ্যার একটি নম্বর যার মাধ্যমে একজন ভারতীয় নাগরিকের ভৌগলিক অবস্থান যেমন ঠিকানাসহ ব্যক্তির জন্ম বৃত্তান্ত সম্পর্কেও জানা যায়। এর সঙ্গে এই কার্ডে রয়েছে ব্যক্তির বায়োমেট্রিক তথ্যও। সরকারও আধার কার্ডের ওপর বেশি করে গুরুত্ব আরোপ করছে। বেঙ্কের লেনদেনসহ ড্রাইভিং লাইসেন্স, রিয়্যাল এস্টেট ডিল এমনকি স্টক মার্কেটেও আধার কার্ডকে বাধ্যতামূলক করেছে সরকার। আপনি নিশ্চয়ই নিশ্চিন্ত এটা ভেবে যে, আপনি আধারের আওতাধীন। উল্লেখিত সব পরিষেবা পেতে আপনাকে আর বেগ পেতে হবে না, এটাও নিশ্চয়ই আপনাকে স্বস্তি দিচ্ছে। তবে একটা 'চিন্তার' খবর কিন্তু আছেই। বাতিল হয়েছে ৮১ লাখ আধার। আপনারটা তারমধ্যে নেই তো? কীভাবে জানবেন, সেটাই বলে দেওয়া হল-


 


> প্রথমে  UIDAI ওয়েবসাইটে যান {https://uidai.gov.in.}
> এরপর 'আধার সার্ভিস' ট্যাবে গিয়ে 'ভেরিফাই আধার নম্বর' অপশনে ক্লিক করুন
> ওই পেজটি খুলেই দেখবেন সেখানে একটি আধার নম্বরটি লিখতে বলা হচ্ছে, সেখানে নিজের আধার নম্বরটি লিখুন এবং সিকিউরিটি কোড দিয়ে ভেরিফাই করুন 
> একমাত্র বৈধ আধার কার্ডের ক্ষেত্রেই একটি কনফার্মেশন মেসেজ আসবে এবং তারপরই আধার নম্বরটি উইন্ডোতে/পেজে দেখাবে
{আধার নম্বর ছাড়াও এখানে রেজিস্ট্রার করা ফোন নম্বর, বয়স ইত্যাদি নথিও দেখা যাবে}