নিজস্ব প্রতিবেদন: ফের ভাসছে মুম্বই। মঙ্গলবার রাত ১ টা থেকে টানা বৃষ্টিপাতের জেরে বিপর্যস্ত বানিজ্য নগরী। জলমগ্ন হয়ে পড়েছে বহু এলাকা। জল উঠে গিয়েছে রেলওয়ে ট্র্যাকের ওপর। ব্যাহত ট্রেন চলাচল। বেশ কিছু রাস্তায় বন্ধ যান চলাচল। পাশাপাশি প্রবল বৃষ্টির কারণে আন্ধেরি উড়ালপুলে তিনটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন অন্তত ১০ জন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: 


হিন্দমাতা, গান্ধী মার্কেট, আন্ধেরির মতো বেশ কিছু এলাকায় বিপর্যস্ত জনজীবন। জলমগ্ন এলাকার স্কুলগুলিতে ছুটি ঘোষণা করা হয়েছে। উল্লেখ্য গতকালই, ৪৮ ঘণ্টায় ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছিল আবহাওয়া দফতর। আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে মুম্বই জুড়ে। স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন প্রশাসন।


প্রসঙ্গত, জুলাই-এর শুরুতেও বৃষ্টি-বিপর্যয়ের মুখে পড়েছিল মুম্বই। মালাডে পাঁচিল ভেঙে মৃত্যু হয় কমপক্ষে ২৬ জনের। রেড অ্যালার্ট জারি করে ছুটি ঘোষণা করে মহারাষ্ট্র সরকার।