নিজস্ব প্রতিবেদন: গান্ধীজি ও জিন্নাকে নিয়ে নিজের বক্তব্যের জন্য ক্ষমা প্রার্থনা করলেন বৌদ্ধ ধর্মগুরু দলাই লামা। শুক্রবার এক বিবৃতিতে তিনি বলেন, আমার বয়ান কাউকে আঘাত দিয়ে থাকলে আমি দুঃখিত। গত বুধবার এক অনুষ্ঠানে দলাই লামা বলেন, 'মহাত্মা গান্ধী চাইতেন জিন্না ভারতের প্রথম প্রধানমন্ত্রী হোন। কিন্তু জওহরলাল নেহেরু তা হতে দেননি। তা হলে দেশভাগ রোখা সম্ভব হতো।'


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



দলাই লামার এই বক্তব্যে দেশজোড়া তোলপাড় শুরু হয়। ধর্মগুরুর এহেন রাজনৈতিক বয়ানে আপত্তি জানায় বেশ কয়েকটি রাজনৈতিক দল। গত বুধবার এক আলোচনাসভায় এক টি প্রশ্নের উত্তরে এই বয়ান দিয়েছিলেন দলাই লামা। 


অমিতের সভার নিরাপত্তায় ড্রোন না সিসিটিভি? বদল নিরাপত্তা পরিকল্পনায়


দলাই লামার কথায়, 'আমার মনে হয়, সামন্ততান্ত্রিক ব্যবস্থার থেকে গণতন্ত্রিক প্রণালি অনেক ভাল। সামন্ততান্ত্রিক ব্যবস্থায় কয়েকজনের হাতেই সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা থাকে। এটা একটা বিপজ্জনক জিনিস।' এর পরই দলাই লামা বলেন, 'আমার মনে হয় মহাত্মা গান্ধী মহম্মদ আলি জিন্নাহকে দেশের প্রথম প্রধানমন্ত্রী করার পক্ষে ছিলেন। কিন্তু জওহরলাল নেহেরু তা মানেননি। মানলে হয়তো ভারত ভাগ রোখা সম্ভব হতো। পণ্ডিত নেহেরু খুব অভিজ্ঞ ও বুদ্ধিমান ছিলেন। তবে তাঁরও কিছু ভুল হয়েছে।'