ওয়েব ডেস্ক : দক্ষিণ দিল্লিতে একটি হাই প্রোফাইল মধুচক্রের গ্যাংকে ধরল পুলিস। এই ঘটনায় মুল অভিযুক্ত পি এন স্যান্যাল নামে এক বাঙালি ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। সেই সঙ্গে আরও কয়েকজনকে সেখান থেকে গ্রেফতার করেছে পুলিস।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জানা গেছে, বেশ কিছুদিন ধরেই সাফদরজঙ্গ এলাকায় মধুচক্রের আসর চলছিল। কয়েকবার পুলিস সেখানে রেড করেও কিনারা করতে পারেনি। অবশেষে ওত পেতে আজ সকালে গ্রেফতার করা হয় পি এন স্যান্যাল সহ বাকিদের। আজই তাদের আদালতে পেশ করা হয়।


পুলিস জানিয়েছে ওই এলাকায় একাধিক মধুচক্রের আসর চলে। এই ধরনের ঘটনা অবিলম্বে বন্ধ করার জন্য অভিযান শুরু করা হয়েছে।