ওয়েব ডেস্ক : কাশ্মীরে ফের ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হল। নিরাপত্তার কারণেই এই কাজ করা হয়েছে বলে সরকারি তরফে জানানো হয়েছে। নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষে আজ সকালে এক আন্দোলনকারীর মৃত্যুকে ঘিরে নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে কাশ্মীর।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গতকাল SSB জওয়ানদের উদ্দেশে পাথর ছুঁড়তে শুরু করে আন্দোলনকারীরা। বাঁধে সংঘর্ষ। SSB জওয়ানদের গুলিতে আহত হয় নাসির আহমেদ। আজ সকালে তার মৃত্যু হয়েছে। এরপরই নতুন করে সংঘর্ষ ছড়ানোর আশঙ্কায় বন্ধ করে দেওয়া হল ইন্টারনেট পরিষেবা।


সরকারের তরফে জানানো হয়েছে ইন্টারনেটের মাধ্যমে সংঘর্ষের ছবি ও নানা স্লোগান সোশাল সাইটে পোস্ট করে কাশ্মীরকে আরও উত্তপ্ত করেছে একদল মানুষ। তাদের সেই কাজকে রুখতেই এই সিন্ধান্ত নেওয়া হয়েছে।


আরও পড়ুন- BJP-র রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে উঠে আসছে ই শ্রীধরনের নাম!