ওয়েব ডেস্ক: আজ বিকেলে সামুদ্রিক জলোচ্ছ্বাসে সমস্যায় পড়তে পারেন মুম্বইবাসী। পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। রাতভর ভারী বৃষ্টিতে এমনিতেই বিঘ্নিত মায়ানগরীর জলজীবন। শহরের একাধিক এলাকা জলমগ্ন। ট্রাফিক চলছে খুঁড়িয়ে। শহরতলির রেল পরিবহণেও অতিবৃষ্টির প্রভাব পড়েছে। প্রভাব পড়েছে বিমান পরিবহণেও।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন মুম্বই-গোয়া জাতীয় সড়কে ব্রিজ দুর্ঘটনায় পড়া ১৪ জনকে উদ্ধার করা হয়েছে


আবার আজ বিকেলে সামুদ্রিক জলোচ্ছ্বাস হতে পারে শোনার পর, খানিকটা আতঙ্ক ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে। দু বছর আগেও মুম্বইয়ে বিরাট জলচ্ছ্বাস দেখা গিয়েছিল। ইন্ডিয়া গেটের পাশ থেকে হু হু করে জল ঢুকে পড়েছিল, শহরের রাস্তায়। সমুদ্র সৈকতের দিকে মানুষ যাতে সাবধানে যান, সেই বার্তাও দেওয়া আছে।


আরও পড়ুন  দিনের আলোয় ব্যস্ত রাস্তায় যুবক খুন!(ভয়ঙ্কর ভিডিও)