যখন গোটা দেশ গরমে নাজেহাল, তখন এখন এখানে তুষারপাতে বিপর্যস্ত জনজীবন
তীব্র গরমে পুড়ছে গোটা দেশ। আমার, আপনার একেবারে নাজেহাল অবস্থা। কলকাতা থেকে দিল্লি। গরমে সবার নাভিশ্বাস। আর একইসময়ে তুষারপাতে বিপর্যস্ত জম্মু কাশ্মীরের রাজৌরি। সারা ভারতজুড়ে জায়গায় জায়গায় তাপপ্রবাহে যখন নাজেহাল দেশবাসী। তখন দেশেরই উত্তরে অকাল তুষারপাতে জেরবার মানুষ।
বরফে বন্ধ হয়ে আছে রাজৌরি এবং পুঞ্চে সংযোগকারী মুঘল রোড। তুষারপাতের ঠেলায় স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত। যোগাযোগ রক্ষার কাজটাও কঠিন হয়ে পড়ছে। এত বরফ জমে আছে যে ১৫ এপ্রিলের আগে তা কেটে যান চলাচল স্বাভাবিক করা সম্ভব নয় বলেই মনে করা হচ্ছে। সব দেখে সত্যিই মনে হচ্ছে সত্যি সেলুকাস, কী বিচিত্র এই দেশ?