ওয়েব ডেস্ক: চাকরির বাজারে কেন্দ্রীয় সরকারি চাকরির কদর অনেকটাই। আর হবেনাই বা কেন? একে তো চাকরির স্থিরতা, তার উপরে আবার লোভনীয় মাইনে। এই মূহুর্তে কেন্দ্রীয় সরকারি চাকরির সর্বোচ্চ মাইনেটা শুনলেই সেটা মালুম হতে বাধ্য। সপ্তম বেতন কমিশন কার্যকর হওয়ার পরে কেন্দ্রীয় সরকারি কর্মীদের দন্য ভারত সরকারের সর্বোচ্চ মাইনে হতে চলেছে ২ লক্ষ ৫০ হাজার টাকা


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

নতুন এই বর্ধিত হারের মাইনে ২০১৬ সালের ১লা জানুয়ারি থেকেই ধার্য হয়েছে। অর্থাত্, বেতন কমিশনের সুপারিশ পরে এলেও কেন্দ্রীয় সরকারি কর্মীরা ২০১৬-এর জানুয়ারির এক তারিখের থকেই (সেই হিসাবেই, এরিয়ারটা এককালীন) নতুন বর্ধিত বেতন পেতে থাকবেন।