Himachal Landslide: ব্যাপক ভূমিধস কুলুতে, হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, বীভৎস দৃশ্য...!
ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে বহু জন। এখনও ২ দিন লাগাতার চলবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। ফলে পরিস্থিতি আরও সংকটজনক, বিপদ সংকুল হয়ে ওঠার সম্ভাবনা।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ব্যাপক ভূমিধস হিমাচলের কুলুতে। ভেঙে পড়ল একাধিক বাড়ি। ইতিমধ্যেঅ লাল সতর্কতা জারি করেছে ভারতীয় মৌসম ভবন। আগামী ২ দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
এদিন সকালে ব্যাপক ভূমিধস নামে হিমাচলের কুলু জেলায়। একাধিক বাড়ি ধসে পড়ে। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে বহু জন। ভিডিয়োয় ধরা পড়েছে এই ভয়ংকর ধসের ছবি। যেখানে দেখা যাচ্ছে, তাসের ঘরের মত ভেঙে পড়ছে বহুতলগুলি। সাদা ধুলোর মেঘে ঢেকে যাচ্ছে চারদিক। ঘটনার পর পরই উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা দল ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী। ধ্বংসস্তূপ সরিয়ে তার নীচে চাপা পড়া মানুষদের উদ্ধার করার কাজ শুরু হয়েছে। এখনও ২ দিন লাগাতার চলবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। ফলে পরিস্থিতি আরও সংকটজনক, বিপদ সংকুল হয়ে ওঠার সম্ভাবনা।
হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু জানিয়েছেন, 'আন্নি, কুলুতে ভূমিধসের কারণে সুবিশাল একটি কমার্শিয়াল বিল্ডিং ভেঙে পড়েছে। শিউরে ওঠার মত সেই দৃশ্য! তবে প্রশাসন আগেই বিপজ্জনক ও ঝুঁকি রয়েছে বুঝতে পেরে ২ দিন আগেই বাড়িগুলিকে খালি করে দেয়। বাড়িতে থাকা মানুষদের অন্যত্র সরিয়ে দেওয়া হয়।' রাজ্যের বেশ কয়েকটি অংশে অবিরাম বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। ভারী বৃষ্টিপাতের কারণে ক্ষতিগ্রস্ত কুল্লু-মান্ডি হাইওয়ে। শত শত যানবাহন আটকে পড়েছে। পুলিস জানিয়েছে, "কুলু এবং মান্ডি সংযোগকারী রাস্তাটি ক্ষতিগ্রস্ত হয়েছে। পান্ডোহ হয়ে একটি বিকল্প রাস্তাও ক্ষতিগ্রস্ত। তাই যান চলাচল আপাতত স্থগিত করা হয়েছে।"
উল্লেখ্য, আগেই রাজ্য সরকার সমগ্র রাজ্যকে "প্রাকৃতিক দুর্যোগ আক্রান্ত এলাকা" বলে ঘোষণা করেছে। ২৪ জুন বর্ষা প্রবেশ করে হিমাচলে। তারপর থেকে নাগাড়ে বৃষ্টির কারণে মোট ক্ষতির পরিমান প্রাণ ৮০১৪.৬১ কোটি। বন্ধ মোট ৭০৯টি রাস্তা। এখনও পর্যন্ত হিমাচলের প্রাকৃতিক বিপর্যয়ের কারণে প্রাণ হারিয়েছেন প্রাণ ২২৪ জন। ওদিকে আরও ১১৭ জন বৃষ্টির ফলে হওয়া দুর্ঘটনায় মৃত্যু হয়েছে।
আরও পড়ুন, Mizoram: নির্মীয়মাণ রেলসেতু ভেঙে মৃত ১৭! ছিলেন মালদহের নির্মাণকর্মীও...